ইডেনে আউট হওয়ার পরে ক্ষুব্ধ বিরাট কোহালি। নিজস্ব চিত্র।
স্লিপে মণীশ পাণ্ডে তাঁর ক্যাচটা নিতেই রীতিমতো ঝাঁঝিয়ে ওঠেন বিরাট কোহালি। ব্যাট দিয়ে সপাটে প্যাডে আঘাত করেন। জায়ান্ট স্ক্রিনে তাঁর অভিব্যক্তি দেখে পরিস্কার বোঝা যাচ্ছিল স্পষ্টতই তিনি রাগে ফুঁসছেন।
কিন্তু রাগটা কার ওপর? নিজের, না অন্য কারও ওপর?
ক্রিজ থেকে বেরতে বেরতে সামনে উপরের দিকে হাত তুলে কী যেন বোঝাতে চাইলেন। আর মাঠ থেকে বেরিয়ে ডাগ আউটে এসেই প্রথমে হেলমেট ও পরে ব্যাটটা ছুড়ে ফেলে দিলেন। তার পরই ডাকলেন একটু দূরে টেবলে বসা চতুর্থ আম্পায়ার কে শ্রীনিবাসনকে। তাঁকেও ওপরের দিকে হাত দেখিয়ে কী সব বললেন। দূর থেকে দেখে মনে হল, তাঁর ইশারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারের দিকে। চতুর্থ আম্পায়ারও তাঁকে পাল্টা কিছু বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোহালিকে দেখে মনে হচ্ছিল না, তাতে তিনি সন্তুষ্ট।
আসলে কোহালি যখন প্রথম বলটা খেলেন, তখনই লোয়ার টিয়ারে উপচে পড়া ভীড়ের মধ্যে সাইট স্ক্রিনের ঠিক ওপরে বেশ কিছু দর্শক চলাফেরা করছিলেন। তাতেই তাঁর মনঃসংযোগ নষ্ট হয় বলে অভিযোগ করেন তিনি। খেলার শেষে তিনি টিভিতে বলেন, ‘‘বোলার রান আপ শুরু করতেই সাইট স্ক্রিনের উপরের গ্যালারিতে একজন দর্শক উঠে দাঁড়িয়ে পড়ে। এতেই মনঃসংযোগ নষ্ট হয়ে যায় আমার।’’ তাঁর অভিযোগ, ‘‘এখানকার সাইট স্ক্রিন বড্ড ছোট।’’
আরও পড়ুন:বিরাট-বধে শাহরুখের দল হয়ে উঠল কলকাতা ফাইট রাইডার্স
কোহালির পর যখন ক্রিস গেল ব্যাট করতে আসেন, তিনিও সাইট স্ক্রিনের দিকে হাত তুলে একই অভিযোগ করতে শুরু করেন। এই ঘটনার পরই লোয়ার টিয়ারে ছুটে আসেন পুলিশের কয়েকজন কর্তা। এমনিতেই সেখানে কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্তব্যরত অফিসার তো দায়িত্বে ছিলেনই, এরপর আরও কয়েকজন সেখানে চলে আসেন দর্শকদের নিয়ন্ত্রণে রাখার জন্য। সিএবি-র নিজস্ব নিরাপত্তাকর্মীরাও সেখানে ছিলেন। ভারত অধিনায়ক রাগে অগ্নিশর্মা হয়ে ওঠায় ছুটে আসেন আইপিএলের ব্যবস্থাপনা সংস্থা আইএমজি-র কর্তারাও। তাঁদেরও বেশ কয়েকজন কর্তা ঠায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকেন গ্যালারির বিভিন্ন জায়গায়। তার পরেও অবশ্য সাইট স্ক্রিনের উপর দিয়ে দর্শকদের চলাচল থামেনি। তবে আগের চেয়ে কিছুটা কম।
এ দিন ইডেনের অন্যান্য সব গ্যালারির মতোই ক্লাব হাউসের লোয়ার ও আপার টিয়ারেও ছিল উপচে পড়া ভীড়। সিএবি কর্তাদের অনেকেরই ধারণা, ইডেন গ্যালারিতে যা দর্শক ধরে, তার চেয়ে এ দিন অনেক বেশি দর্শক ছিল। কারও কারও হিসেব বলছে ৭০ হাজারের ওপর দর্শক ছিল এ দিন ইডেনে। আপার ও লোয়ার টিয়ারে বেশ কিছু দর্শককে বাকেট সিট ছাড়াও প্লাস্টিকের চেয়ারে ও সিঁড়িতে বসেও খেলা দেখতে দেখা যায়। এত বেশি দর্শক কী ভাবে ঢুকে পড়ল ইডেন গ্যালারিতে, তা নিয়েই উঠে পড়ল প্রশ্ন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy