প্রথম রেকর্ডটা তৈরি হয়েছিল তুষার কপূরের হাত ধরে। সারোগেসির সাহায্যে ‘সিঙ্গল ফাদার’ হয়েছিলেন বলিউডের এই অভিনেতা।
এ বার বি টাউনের ‘সিঙ্গল ফাদার’ হওয়ার সেই তালিকায় নাম লেখালেন পরিচালক কর্ণ জোহরও। সারোগেসির দৌলতেই। তুষারের এক পুত্র, নাম লক্ষ্য। আর কর্ণ হয়েছেন যমজ সন্তানের বাবা। এক পুত্র-এক কন্যা। বাবার নামেই ছেলের নাম রেখেছেন যশ। আর মা হিরু জোহরের নাম উল্টে দিয়ে মেয়ের নাম রুহি। এই খবরে সিঙ্গল ফাদার তুষার কপূরের টুইট-শুভেচ্ছা, ‘‘কর্ণ তুমি ফাটাফাটি বাবা হবে!’’
গত কালই সংবাদমাধ্যমে চাউর হয়ে গিয়েছিল খবরটা। কিন্তু সদ্য-জনকের প্রতিক্রিয়া মিলল আজ সকালে। ফেসবুক এবং টুইটারে তিনি উগরে দিয়েছেন মনের কথা। ইঙ্গিতটা অবশ্য স্মৃতিকথা ‘অ্যান আনস্যুটেবল বয়’-এর প্রকাশের দিন কিছুটা ছিল।
এ বছরের গোড়ায় সেই অনুষ্ঠানে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালক দাবি করেছিলেন, ভবিষ্যতে বাবা হতে চান। তবে সেটা যে এত শীঘ্র, কেউ ঘুণাক্ষরেও আঁচ পায়নি। এখন জানা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষ দিকেই পিতৃত্বে হাতেখড়ি হয় কর্ণের।
ফেসবুকে এ দিন কর্ণ লিখেছেন, ‘‘আমার জীবনের সব চেয়ে অসাধারণ দুই সংযোজন, আমার জীবন, আমার দুই সন্তান রুহি আর যশের কথা আপনাদের বলতে চাই। বাবা হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।’’ এর পরে তিনি জানিয়েছেন এই সিদ্ধান্তে তিনি অনেক ভেবেচিন্তেই পৌঁছেছেন। তার জন্য শারীরিক ও মানসিক দিক থেকে নিজেকে প্রস্তুত করেছেন একটু একটু করে। কর্ণের বক্তব্য, সন্তানরাই এখন তাঁর সব। কাজকর্ম-ঘোরাঘুরি-সামাজিক যোগাযোগ সব আপাতত পিছনের সারিতে। ব্যস্ততা সত্ত্বেও নিজের ছেলের জন্য সময় বার করতে অসুবিধা হয়নি বলে জানিয়েছেন তুষার কপূরও।
কর্ণ তাঁর স্বপ্নপূরণের জন্য যমজ দুই শিশুর গর্ভদাত্রী মাকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তবে গর্ভ ভাড়া করে এ ভাবে সন্তান নেওয়ার প্রবণতায় আপত্তি জানিয়েছেন তসলিমা নাসরিন। কারও নাম না করে টুইটারে তাঁর মন্তব্য, ‘‘দরিদ্র মহিলার অধিকার লঙ্ঘন হয় সারোগেসির মাধ্যমে। এটা মহিলাদের শরীরের উপরে অত্যাচার।’’
কর্ণ জোহর অবশ্য তাঁর চিকিৎসক যতীন শাহকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য মুম্বইয়ের যে হাসপাতালে সারোগেট মায়ের মাধ্যমে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম হয়েছিল, সেই মাসরানিতেই জন্মেছে রুহি আর যশ। বলিউডের অনেক সেলিব্রিটি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কর্ণকে। তাঁর স্নেহভাজন বরুণ ধবন টুইটে বলেন, ‘‘কর্ণ আমার চেনা সেরা মানুষ তুমি। আর আমি জানি, সেরা বাবাও হবে তুমি।’’ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, অর্জুন রামপাল, সুশান্তসিংহ রাজপুত, সোনালি বেন্দ্রে, রীতেশ দেশমুখ-সহ অনেকেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy