শাহরুখ-প্রীতি। ছবি: ফেসবুকের সৌজন্যে।
হ্যারির সঙ্গে সেজলের দেখা হওয়ার পর কী হল তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। কিন্তু শাহরুখের সঙ্গে যখন ইমতিয়াজ আলির প্রথম দেখা হয়েছিল, তখন কী হয়েছিল জানেন?
বলিউডে আড়াই দশক কাটিয়ে ফেলার পরেও, এখনও গালে টোল পড়া হাসিতে যে কাউকে তাঁর ‘দিওয়ানা’ করতে পারেন শাহরুখ খান। রোম্যান্টিকতায় তিনিই সেরা। তবে তাঁর মহিলা ফ্যানেদের প্রতি যে কিঙ্গ খান বিশেষ যত্নশীল, তার একটি হাতে-গরম নমুনা শেয়ার করেছেন শাহরুখের ‘জব হ্যারি মেট সেজল’-এর পরিচালক ইমতিয়াজ আলি। ছবির প্রচারে গিয়ে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনের কথা বলতে গিয়েই শাহরুখের এক মহিলা ফ্যানের গল্প বলেছেন ইমতিয়াজ।
আরও পড়ুন, ফুররর...! ডানা মেললেন শাহরুখ-অনুষ্কা
কী হয়েছিল জানেন?
ইমতিয়াজ জানিয়েছেন, ‘‘লন্ডনে একটি চলচ্চিত্র উৎসব উপলক্ষে গিয়েছিলাম। সে দিন সবাই বেশ ঘুরে বেড়াচ্ছি। সেই সময় চোখে পড়ে একটি হোটেলের সরু করিডর দিয়ে বেরিয়ে আসছেন শাহরুখ খান। ওই গলিতেই নেশায় চুর শাহরুখের এক মহিলা ফ্যান দুম করে তাঁকে জড়িয়ে ধরে। রীতিমতো গলায় ঝুলে পড়ে বলে ওহ শাহরুখ, ওহ শাহরুখ। পাশে তখন দাঁড়িয়ে শাহরুখের স্ত্রী গৌরীও। কিন্তু শাহরুখ এক বারও ওই মাতাল মেয়েটিকে বিন্দুমাত্র অপমান করেননি। বরং সেদিন দারুণ ভাবে পরিস্থিতি সামাল দেন শাহরুখ। মেয়েটি চলে যাওয়ার পরই বেশ কিছুক্ষণ কথা হয় শাহরুখের সঙ্গে।’’
মুম্বইয়ে ‘জব হ্যারি মেট সেজল’-এর প্রচারে ইমতিয়াজ আলি ও শাহরুখ খান। ছবি: এএফপি।
আরও পড়ুন, ইনি কি শাহরুখ খানের যমজ ভাই?
এই প্রথম ইমতিয়াজের পরিচালনায় ছবি করেছেন শাহরুখ। শুক্রবার শাহরুখ-অনুষ্কার ‘জব হ্যারি মেট সেজল’ মুক্তি পাচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy