একটি ধর্ষণ। সুবিচারের আশায় একটি মেয়ের দীর্ঘ লড়াই। ‘ধর্ষণ’ প্রমাণে নানা আপত্তিকর প্রশ্ন এবং আধুনিক দুনিয়ার আদিম কিছু সামাজিক বাধা পেরিয়ে মেয়েটির রুখে দাঁড়ানোর এক রোমহর্ষক গল্প নিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সুজিত সরকারের পরবর্তী ছবি ‘পিঙ্ক’।
এখনও সমাজে একজন ধর্ষিতার পক্ষে সুবিচার পাওয়া যে কতটা কঠিন, তা ফুটে উঠেছে এই গল্পে। আদালতে দাঁড়িয়ে নির্যাতিতাকেই উল্টে প্রশ্ন করা হচ্ছে, ‘আপনি কি ভার্জিন? যৌন মিলনের সময় আপনি কি আপনার অসম্মতির কথা স্পষ্ট করে জানিয়েছিলেন?’ এমনই অনেক ভয়ঙ্কর বাস্তব চিত্র ফুটে উঠেছে সুজিত সরকার প্রযোজিত, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরবর্তী ছবি ‘পিঙ্ক’।
ছবির গল্পে নির্যাতিতার ভূমিকায় দেখা যাবে তাপসী পন্নু আর তাঁর আইনজীবীর ভূমিকায় রয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। এ বার দেখে নেওয়া যাক ‘পিঙ্ক’ ছবির ট্রেলার।
দেখুন ট্রেলার:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy