‘কাল হো না হো’ ছবির একটি দৃশ্যে শাহরুখ খান। ছবি: ইউটিউবের সৌজন্যে।
মা-বাবাকে হারিয়েছেন অনেক দিন। আর সেটা মেনে নেওয়াটাই ছিল তাঁর কাছে সবচেয়ে দুঃখের মুহূর্ত। বলা ভাল, ‘হিচকী মোমেন্ট’। তিনি শাহরুখ খান। সম্প্রতি এ কথা স্বীকার করেছেন খোদ অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের কাছে।
আগামী ২৩ মার্চ মুক্তি পেতে চলেছে রানির ‘হিচকী’। মা হওয়ার পর এটাই তাঁর কামব্যাক ফিল্ম। ছবি মুক্তির আগে তারকাদের ‘হিচকী মোমেন্ট’ শেয়ার করতে অনুরোধ করেছেন রানি। সেই অনুরোধ রাখতেই পুরনো কথা শেয়ার করলেন কিঙ্গ খান।
শাহরুখের কথায়, ‘‘বাবা-মায়ের চলে যাওয়াটা আমার কাছে হিচকী মোমেন্ট। তখন আমার ১৫ বছর বয়স। বাবা চলে যান। আর ২৬ বছর বয়সে মা। বাবা-মাকে ছাড়া ফাঁকা বাড়িটা যেন আমাকে আর বোনকে গিলে খেত। একাকিত্ব, দুঃখ, বাবা-মাকে হারানোর যন্ত্রণা আমার মনে হয়েছিল মৃত্যুর সামিল। সে সব দুঃখ ভুলতে, হিচকী মোমেন্টকে অতিক্রম করতে আরও বেশি করে অভিনয়ে মন দিয়েছিলাম।’’
আরও পড়ুন, গ্ল্যামারের নীচে হতাশার অন্ধকার! কিছু মৃত্যুর ঘটনা
শাহরুখ শেয়ার করেছেন, বাবা-মা হঠাত্ই মারা যান। ক্যানসার ধরা পড়েছিল তাঁদের। মাত্র আড়াই মাসের মধ্যে সব শেষ হয়ে যায়। ‘‘একদিন আমি ভাবলাম, এই দুঃখ থেকে বেরোব কী করে? তখনই আরও বেশি করে কাজে জড়িয়ে পড়লাম। ভাল ব্রেক পেলাম। আসলে অভিনয় শুধু আমার কাজের জায়গা নয়। আমার সমস্ত ইমোশন প্রকাশের জায়গা। ঈশ্বর এই জীবন দিয়েছেন। তার সঙ্গে সমস্যাও দিয়েছেন। আবার ঈশ্বরই তা থেকে মুক্তির উপায়ও দেখিয়ে দেন’’ শেয়ার করেছেন শাহরুখ।
আরও পড়ুন, বিতর্কের জেরে তৈমুরের নাম বদলাতে চেয়েছিলেন সইফ!
‘হিচকী’তে এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানি। তাঁর চরিত্রের নাম নয়না মাথুর। স্নায়ুর সমস্যার কারণে তাঁর কথা বলার সময় সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়ে তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন। সিদ্ধার্থ পি মলহোত্র পরিচালিত এই ছবিতে এক নতুন রানিকে দর্শক দেখবেন বলে দাবি গোটা টিমের।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy