Advertisement
১০ জুন ২০২৪
Bad Boy

প্রকাশিত হল মিঠুনের ছেলের প্রথম ছবির পোস্টার, টুইটে উচ্ছ্বসিত সলমন

১১ বছর আগে বলিউডে অভিষেক হয়েছিল মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। এ বার বড় পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশিকেও।

‘ব্যাড বয়’ সিনেমার পোস্টারে নমশি-আমরিন।

‘ব্যাড বয়’ সিনেমার পোস্টারে নমশি-আমরিন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২০ ১৫:৪৮
Share: Save:

মিঠুনের ছেলে নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’-এর পোস্টারের প্রশংসা করে টুইট করলেন সলমন খান। তিনি টুইটে লেখেন, ‘‘নমশি ‘ব্যাড বয়’-এর জন্য অনেক শুভেচ্ছা। পোস্টার লা জওয়াব।’’

মিঠুনের ছোট ছেলে নমশির প্রথম সিনেমা নিয়ে ইতিমধ্যেই বি-টাউনে চর্চা শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে নমশির সঙ্গে ডেবিউ করছেন নায়িকাও। প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিন-ও এই সিনেমা দিয়েই পা রাখলেন বলিউডে। ‘ব্যাড বয়’ সিনেমাটির প্রযোজকও সাজিদ কুরেশিই। পরিচালক রাজকুমার সন্তোষী। তিনিও মুম্বই সংবাদমাধ্যমকে জানান, ‘‘কমার্শিয়াল ছবির ড্রামা, প্রেম, প্যাশন, গান, অ্যাকশন— সব থাকছে এই ছবিতে। এই ধারার ছবির প্রতি মানুষের একটা আলাদা ভাল লাগা আছে। আমরা ছবির পোস্টার আপনাদের সামনে নিয়ে এলাম। এই ছবিতে নায়কের চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী আর এ ছবির নায়িকা আমরিন কুরেশি।’’

আরও পড়ুন: বাড়িওয়ালা-ভাড়াটের তরজা

আরও পড়ুন: এক সুপারহিট ফিল্মে সাইড রোলের জন্য অডিশন দেন শাহরুখ, বাতিল করে দেন বিধুবিনোদ চোপড়া!​

নমশিও তাঁর প্রথম ছবির পোস্টার নিয়ে উত্তেজিত। তিনি বলেন, ‘‘আমার স্বপ্ন সত্যি হল। আমি ভাগ্যবান যে রাজজি আর সাজিদ ভাইয়ের সাহায্য পেয়েছি। এই ছবি করার সময় প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’’

১১ বছর আগে বলিউডে অভিষেক হয়েছিল মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। এ বার বড় পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশিকেও। ২০০৮ সালে ‘জিমি’-তে বলিউড অভিষেক হয়েছিল মহাক্ষয়ের। এ বার নমশির সময়।

অতীতে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘আজব প্রেম কি গজব কাহানি’-র মতো ছবি বানিয়েছেন রাজকুমার। ‘ব্যাড বয়’-ও সেই ধরনের রোম্যান্টিক কমেডি। বেঙ্গালুরু ও মুম্বইতেই বেশির ভাগ শুটিং হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক সাজিদ কুরেশি। সলমন খানের অনুপ্রেরণায় এই ছবির প্রচার অন্য মাত্রা পেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE