অ্যাটিটিউড, ঝগড়া, মনকেমন, গালাগালি, ফ্যাশন— সব কিছু দিয়েই ‘বিগ বস’ বাংলার দ্বিতীয় সিজন মাতিয়ে রেখেছিলেন তিনি। সে সময় প্রায় টানা তিন মাস টেলিভিশন খুললেই ‘বিগ বস’-এর বাড়িতে তাঁকে দেখতেন দর্শক। ফের টিভিতে ফিরছেন তিনি। ফিরছেন মেগায়। তিনি ঋ।
পার্সোনাল লাইফ হোক অথবা প্রফেশনাল— সব কিছুতেই ঋ ব্যতিক্রমী। তাঁর কেরিয়ারগ্রাফ দেখলেই বোঝা যায় চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি সব সময় নতুন কিছু খুঁজেছেন। ঠিক তেমনই প্রায় সাত-আট বছর পরে তাঁর টেলিভিশন কামব্যাকও ‘জরা হটকে’।
আরও পড়ুন, কপিলকে ছাড়াও তাঁর শো হিট, দাবি সুনীলের
‘রূপকথা’ নামের এই মেগা আদতে ছোটদের গল্প। রাজা আছেন, রানি আছেন, আছে যুদ্ধও। এক ক্ষমতালোভী রানির চরিত্রে দেখা যাবে ঋ-কে। চোখের সামনে যাঁর রাজত্ব চলে যাবে। রাজত্ব ফিরিয়ে আনার জন্য সেই রানি নাকি যা খুশি করতে পারেন।
হঠাত্ এমন কাল্পনিক গল্পকে কামব্যাকের জন্য বেছে নিলেন কেন? ঋ বললেন, ‘‘এই ধরনের কাজ আগে কখনও করিনি। অভিনয়ের ধরনটা একদম আলাদা। প্রথম দিন গিয়ে শুটিং করতে পারিনি আমি। বলেছিলাম, ওয়ার্কশপ করব। এখন দেবরঞ্জন নাগের কাছে সেটাই করছি। খুব পাওয়ারলফুল, স্ট্রং ক্যারেক্টার। কামব্যাকের জন্য এমন সুপারন্যাচরাল পাওয়ার তো ভালই।’’
সত্যিই কি তাই? বড়পর্দায় কামব্যাক হলে এক্সপোজার আরও ভাল হত না? ঋ-র সপাট জবাব, ‘‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর লবি। কেউ নিজের গ্রুপ ছাড়া কাজ করতেই চান না। ফলে আমার সেখানে মুশকিল। আর এখন টেলিভিশন একই রকম শক্তিশালী মাধ্যম। চরিত্রটাও ভাল। এটাও তো দারুণ কামব্যাক।’’
সূত্রের খবর, একটি বেসরকারি চ্যানেলে আগামী মাস থেকেই শুরু হবে ‘রূপকথা’। ঋ ছাড়াও অন্য একটি প্রধান চরিত্রে দেখা যাবে মৈনাককে। ‘বিগ বস’ বাংলার দ্বিতীয় সিজনে নজর কেড়েছিলেন তিনিও।
ছবি সৌজন্যে: ফেসবুক ও ফাইল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy