Advertisement
১১ জুন ২০২৪
Entertainment News

অভিনেত্রী রক্সন্দা খান এ বার প্যারানর্মাল অ্যাকটিভিস্ট!

অল্ট বালাজির ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস রিটার্নস সিজন টু’-এ এই নতুন ভূমিকায় দেখা যাবে রক্সন্দাকে।

রক্সন্দা খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

রক্সন্দা খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ১৬:৪৪
Share: Save:

রক্সন্দা খান। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। তাঁর অভিনীত চরিত্রে সব সময়ই যেন ধূসর আস্তরণ থাকে। এ বার তিনি প্যারানর্মাল অ্যাকটিভিস্টের চরিত্রে অভিনয় করবেন। অল্ট বালাজির ওয়েব সিরিজ ‘রাগিনী এমএমএস রিটার্নস সিজন টু’-এ এই নতুন ভূমিকায় দেখা যাবে রক্সন্দাকে।

এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্র রাগিনী। এই ভূমিকায় অভিনয় করছেন দিব্যা আগরওয়াল। তাঁর জীবনে কিছু আধা-ভৌতিক ঘটনা ঘটতে থাকে। কিছু রহস্য তৈরি হয় রাগিনীকে ঘিরে। তারই ব্যখ্যা দিতে, বিশ্লেষণ করতে আসছে রক্সন্দার চরিত্র।

এ প্রসঙ্গে রক্সন্দা বলেন, ‘‘আমার খুব গর্ব হচ্ছে। কারণ একতা খুব সুন্দর ভাবে চরিত্রটা তৈরি করেছে। অভিনেত্রী হিসেবে যত বেশি এক্সপ্লোর করতে পারব, ততই তো ভাল। ‘রাগিনী এমএমএস রিটার্নস’ দিয়েই আমি ডিজিটাল ডেবিউ করেছিলাম। এর দ্বিতীয় সিজনেও থাকতে পেরে ভাল লাগছে আমার।’’

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, নিজের চেহারার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বিদ্যা!

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TV Bollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE