Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Entertainment News

বোরখার আড়ালে আদালতে গেলেন রাখি সবন্ত, পেলেন জামিন

কখনও জনসমক্ষে গায়ক বন্ধুকে চুমু, তো কখনও বিতর্কিত টুইট বা বেফাঁস মন্তব্য— দীর্ঘদিন ধরেই রাখি নানা কারণে বলিউডের ‘বিতর্কিত’ চরিত্র। গত বছর একটি টিভি শো-তে গিয়ে বাল্মিকী মুনি প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করায় শালীনতা পেরোনোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

রাখি সবন্ত। ——ফাইল চিত্র।

রাখি সবন্ত। ——ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ১৭:৫৭
Share: Save:

বলিউডের ‘ড্রামা কুইন’। মামলার হাত থেকে রেহাই পেতে গত ৬ জুলাই শেষ পর্যন্ত লুধিয়ানা আদালতে পৌঁছেছিলেন রাখি সবন্ত। জামিনও পেয়েছেন। গত বছর একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বাল্মিকী মুনিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করের পরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। কিন্তু মজার বিষয় হল, রাখি এ বার আদালতে গেলেন বোরখা পড়ে! ‘খুল্লম খুল্লা’ রাখি হঠাৎ বোরখার আড়ালে কেন?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আদালত চত্বরে মিডিয়া যাতে তাঁকে চিনতে না পারে, সে জন্যই নাকি বোরখাকে ঢাল করেছিলেন রাখি।

‘ড্রামা কুইন’-ই বটে!

কখনও জনসমক্ষে গায়ক বন্ধুকে চুমু, তো কখনও বিতর্কিত টুইট বা বেফাঁস মন্তব্য— দীর্ঘদিন ধরেই রাখি নানা কারণে বলিউডের ‘বিতর্কিত’ চরিত্র। গত বছর একটি টিভি শো-তে গিয়ে বাল্মিকী মুনি প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করায় শালীনতা পেরোনোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন, বিয়ের ৬ মাসের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনলেন মনদানা করিমি

আরও পড়ুন, বিয়ের ৬ মাসের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনলেন মনদানা করিমি

এখানেই আরও এক নাটকের শুরু। অনুষ্ঠানটিতে কথা চলছিল তাঁর বন্ধু, বলিউডের জনপ্রিয় গায়ক মিকা-কে নিয়ে। আর সেখানেই রাখি বলে ফেলেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন। তাঁর বন্ধু মিকাও তেমনই অনেক বদলে গিয়েছেন।

এ ধরনের মন্তব্য করেই বেমালুম ফেঁসে যান রাখি। অভিনেত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ‘বাল্মীকি কমিউনিটি’র সদস্যরা। তাঁদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এখানে শুরু হয় নাটকের শেষ অংশ। পুলিশকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাতে শুরু করেন রাখি। আদালতে হাজিরা দেওয়া তো দূর, গ্রেফতার করতে গিয়ে রাখির বাড়িই নাকি খুঁজে পায়নি পুলিশ! পরে জানা যায়, পুলিশের খাতায় রাখির দেওয়া ঠিকানাই নাকি ভুল ছিল।

চলতি বছর ফের রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে লুধিয়ানা আদালত। শেষ পর্যন্ত গতকাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন রাখি। দু’টি এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান অভিনেত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE