যিশু সেনগুপ্তের তরফ থেকে বড় খবর। অনুরাগীরা এত দিন তাঁকে প্রযোজক-অভিনেতার ভূমিকায় দেখে এসেছেন। সেই যিশু এ বার নতুন রূপে। গুঞ্জন, তাঁর মুকুটে পরিচালকের তকমা যোগ হতে চলেছে। সব ঠিক থাকলে নাকি মহেশ ভট্ট পরিচালিত ‘অর্থ’ ছবির বাংলা রূপান্তর করতে চলেছেন তিনি। যে ছবির পরতে পরতে পরকীয়া এবং ভালবাসা জড়ানো। আনন্দবাজার ডট কমকে খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা-প্রযোজক সৌরভ দাস। তাঁর কথায়, “হ্যাঁ, আমরা একটি ছবি করতে চলেছি। অবশ্যই আমাদের সঙ্গে মহেশজি রয়েছেন। তবে একটি মৌলিক গল্প থেকে ছবি হবে। মুম্বইয়ে মহেশজির দলের চিত্রনাট্যকার ছবির গল্প লিখছেন।” আগামী বছর ছবির শুটিং শুরু হতে পারে।
সৌরভ আরও জানিয়েছেন, সম্পর্ক নিয়ে হিন্দিতে অতীতে অনেক ভাল ভাল ছবি তৈরি হয়েছে। তেমনই একটি ছবি তাঁরা বানানোর চেষ্টা করছেন। সে ক্ষেত্রে মহেশর ‘আর্থ’ নয় কেন? অভিনেতার জবাব, তাঁরা দর্শকদের মৌলিক গল্প, মৌলিক ছবি উপহার দিতে চান বলে। কোনও রূপান্তরিত ছবি বানানোর ইচ্ছা তাঁদের নেই। প্রসঙ্গত, এত দিন যৌথ ভাবে স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে প্রযোজনা করেছেন যিশু। এক বছরেরও বেশি সময় তাঁরা আর এক ছাদের নীচে থাকছেন না। নীলাঞ্জনার পাশাপাশি সমাজমাধ্যমে তাঁর দূরত্ব বেড়েছে বড় মেয়ে সারার সঙ্গেও। মহেশের সহযোগিতায় যিশু সদ্য নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। নাম, হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সৌরভ যিশুর সঙ্গে হাত মিলিয়েছেন।
মহেশের ‘অর্থ’ ছবিতে এক দম্পতির বিয়ে, বিচ্ছেদ, তাদের নতুন জীবনের গল্প। অভিনয়ে শাবানা আজ়মি, স্মিতা পাটিল, কুলভূষণ খরবান্দা, রাজ কিরণ, রোহিণী হত্যাঙ্গদি, দীনা পাঠক, ওম শিবপুরীর মতো তারকা অভিনেতারা ছিলেন। মৌলিক গল্প নিয়ে ছবি বানালে কারা অভিনয় করবেন? সৌরভ জানিয়েছেন, গল্প লেখা শেষ হলে তার পর এই বিষয়টি নিয়ে তাঁরা ভাববেন।
আরও পড়ুন:
যিশু ভালবেসে বিয়ে করেছিলেন নীলাঞ্জনাকে। টলিউডের আদর্শ দম্পতি ছিলেন তাঁরা। এক যুগেরও বেশি সময়ের পর তাঁদের বিচ্ছেদ। রটনা, আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে তাঁর প্রেমের খবর পৌঁছে যায় নীলাঞ্জনার কানে। যার জেরে তিনি সরে যান যিশুর থেকে। মহেশের ‘অর্থ’-এও প্রায় একই ধারার গল্প।
গুঞ্জন সত্যি হলে এই কারণেই কি যিশু অতীতের সম্পর্কের গল্প পটভূমিকায় রেখে ছবি বানাতে চলেছেন?