অস্কারের মঞ্চে প্রিয়ঙ্কা। ছবি: এএফপি।
হলিউডে তাঁর উড়ান শুরু হয়েছিল ‘কোয়ান্টিকো’ দিয়ে। এ বার অস্কারের মঞ্চেও তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখলেন আন্তর্জাতিক দর্শক। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। ২০১৬-এর অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন পিগি চপস।
লেবাননের ডিজাইনার জুহের মুরাদের তৈরি সেলফ কাজের একটি সাদা গাউনে সেজেছিলেন তিনি। পনিটেল আর কানে হিরের ঝোলা দুলে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট ছিল চমকে দেওয়ার মতোই। হালকা মেকআপে তাবড় সেলিব্রিটিদের মধ্যেও তিনি আলাদা ভাবে নজর কেড়েছিলেন।
২০০০ সালে বিশ্বের সব সুন্দরীকে পিছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন সৌন্দর্য আর বুদ্ধিমত্তার জোরে। নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন হলিউডেও। অভিনেত্রী, গায়িকার পর এ বার সফল প্রেজেন্টারের পালকও যোগ হল তাঁর মুকুটে। সেরা ফিল্ম এডিটিংয়ের জন্য ম্যাড ম্যাক্স, ফারি রোড এবং মার্গরেট সিক্সেলের হাতে পুরস্কার তুলে দেন প্রিয়ঙ্কা।
আরও পড়ুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy