Advertisement
২০ নভেম্বর ২০২৪
Entertainment News

ময়নাতদন্ত শেষ, সোমবার ফিরতে পারে শ্রীদেবীর দেহ

জানা গিয়েছে, দুবাইতে শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। সব কিছু মিটলে, প্রাইভেট জেটে দেহ ফেরানো হবে মুম্বইতে। রবিবার রাতের মধ্যেই দেহ নিয়ে আসার চেষ্টা চলছে। সোমবার শেষকৃত্য হওয়ার কথা শ্রীদেবীর।

শ্রীদেবী। ছবি: টুইটারের সৌজন্যে।

শ্রীদেবী। ছবি: টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪০
Share: Save:

এখন শুধুই অপেক্ষা। শেষ দেখার।

কখন এসে পৌঁছবে শ্রীদেবীর দেহ, তারই অপেক্ষায় বসে পরিবার, আত্মীয় পরিজনেরা। অপেক্ষায় বলিউডে তাঁর নানা বয়সের সহকর্মীরা। অপেক্ষায় আছেন অনুরাগীরাও। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে মুম্বইয়ের লোখাণ্ডওয়ালায় তাঁদের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, শ্রীদেবীর বাড়ি এবং আশপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ।

দুবাইতে শ্রীদেবীর সঙ্গে ছিলেন স্বামী বনি কপূর ও ছোট মেয়ে খুশি। মৃত্যুর খবর পেয়ে রবিবার সেখানে পৌঁছে গিয়েছেন বনির ভাই অভিনেতা সঞ্জয় কপূরও।

কখন আনা হবে নায়িকার মরদেহ? সমস্ত আইনি প্রক্রিয়া মিটিয়ে কখন দুবাই ছাড়ার অনুমতি মিলবে তা এখনও স্পষ্ট করে বলতে পারছেন না কেউই।

আরও পড়ুন, আচমকা মৃত্যু শ্রীদেবীর, হার্টের সমস্যা ধরাই পড়েনি কখনও

জানা গিয়েছে, দুবাইতে শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। সব কিছু মিটলে, প্রাইভেট জেটে দেহ ফেরানো হবে মুম্বইতে। রবিবার রাতের মধ্যেই দেহ নিয়ে আসার চেষ্টা চলছে। তবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে হয়েছে। সোমবার শেষকৃত্য হওয়ার কথা শ্রীদেবীর।

শনিবার রাতে মাত্র ৫৪ বছর বয়সে হঠাত্ই মারা যান শ্রীদেবী। বুকে ব্যথা। আর তাতেই কিছুক্ষণের মধ্যে সব শেষ।

আরও পড়ুন, শিশু অভিনেতা থেকে সুপারস্টার শ্রীদেবী (১৯৬৩-২০১৮)

দুবাই গিয়েছিলেন ভাইপোর বিয়েতে। গত সোমবার থেকে ইনস্টাগ্রামে মাঝে মাঝেই আপডেট দিচ্ছিলেন ভাইপো অভিনেতা মোহিত মারওয়ার বিয়েতে কেমন সেজেছেন তিনি। কী করছেন, কারা রয়েছেন তাঁর সঙ্গে। হঠাত্ পাঁচদিনের মাথায় এমন ঘটনার কথা স্বপ্নেও কেউ ভাবেননি।

রবিবার কোনও ভাবে মুম্বই ফিরছে না শ্রীদেবীর মরদেহ।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শ্রীদেবী মরদেহ এখনই তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে না।

দুবাইয়ের নিয়ম অনুযায়ী, হাসপাতালের বাইরে মৃত্যু হলে সেই মরদেহের ল্যাবরেটরি টেস্ট করা হয়। ওই টেস্টের রিপোর্ট পেতে সাধারণত ২৪ ঘণ্টা সময় লাগে।

মৃত্যুর প্রায় ১৯ ঘণ্টা কেটে গেলেও সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছে শ্রী-র পরিবার।

দুবাইয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ফরেন্সিক এভিডেন্স-এ শ্রীদেবীর মরদেহের ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে।


শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে ফরেন্সিক ডিপার্টমেন্ট-এর মর্গের বাইরে ভি়ড় করেন অগণিত ভক্তেরা।

রবিবার সকালে শ্রীদেবীর মরদেহ নিয়ে আসা হয় দুবাইয়ের ফরেন্সিক ডিপার্টমেন্ট-এ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy