রেগে গেলেই ‘থাবা’ ফুঁড়ে বেড়িয়ে আসে ধারালো ছুরির ফলা। ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়েন প্রতিপক্ষের উপর। তিনি এক্স মেন সিরিজের অতি পরিচিত সুপারহিরো লোগান। লোগানের চরিত্রে অভিনয় করে হলিউডের সেরা সুপারহিরোদের তালিকায় পাকা জায়গা করে নিয়েছেন অভিনেতা হিউ জ্যাকম্যান। কিন্তু সেই সুপারহিরো এখন বয়সের ভারে ক্লান্ত। হাত আর মুখের চামড়া কুঁচকে গিয়েছে। শরীরের পেশিও এখন অনেকটাই শিথিল। থর থর করে হাত কাঁপতে থাকে প্রায়ই। না, হিউ জ্যাকম্যানের কথা বলছি না। তাঁর বয়স মোটে ৪৮ বছর। সুঠাম শক্ত চেহারা। বার্ধক্যের ছাপ পড়েনি তাঁর উপর। বয়স বেড়েছে উলভরিন লোগানের। কিন্তু সুপারহিরোদের আবার বয়স বাড়ে নাকি! বাড়লেও তা সহজে মেনে নেবেন না তাঁর কোনও ভক্ত। কিন্তু তাও লোগান বুড়ো হয়ে গিয়েছেন। উলভরিন সিরিজের পরবর্তী ছবির যে প্রথম ট্রেলারটি সম্প্রতি মুক্তি পেয়েছে তাতে এই বিষয়টা স্পষ্ট। ২০০৮ সালের জনপ্রিয় কমিকস ‘ওল্ড ম্যান লোগান’-এর কাহিনী অবলম্বনে তৈরি এ ছবির চিত্রনাট্য। তাই বয়স থাবা বসিয়েছে খোদ উলভরিনের উপরই।
ছবির ট্রেলার অনুযায়ী, কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না লোগান। তাঁর ভুলের জন্যই শেষ হয়ে গিয়েছে মিউট্যান্টরা— এই ভাবনাই তাঁকে কুরে কুরে খাচ্ছে সব সময়।
আরও পড়ুন...
দুই মডেলের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’, কেন জানেন?
ঠিক এই সময়েই লোগানকে এক শিশুকন্যার কথা জানান প্রফেসর চার্লস জেভিয়ার ওরফে প্যাট্রিক স্টুয়ার্ট। সে নাকি লোগানেরই মতো! কিন্তু মেয়েটির অস্তিত্ব এখন সঙ্কটে। কারণ, মেয়েটিকে হত্যা করতে চাইছে এক দল দুর্বৃত্ত। লোগান কি এই মেয়েটিকে বাঁচাতে পারবে? ভক্তরা হয়তো টেবিল চাপড়ে বলবেন— আলবাত্ পারবে। লোগান সুপারহিরো। বাঘ বুড়ো হলেও যেমন বাঘ-ই থাকে, গল্পে যতই বুড়োটে দেখানো হোক লোগানকে তিনি এখনও সুপারহিরো, এখনও সমান ক্ষিপ্র। লোগান হয়তো মিউট্যান্ট শিশু কন্যাটিকে বাঁচাতে পারবেন, এই মেয়েটিও হয়তো হয়ে উঠবে উলভরিনের মতোই দুর্ধর্ষ। কিন্তু এই গল্পেই কি শেষ হতে চলেছে উলভরিন লোগানের অধ্যায়ের!
এমন প্রশ্ন অনেকের মনেই উঠছে এই ট্রেলারটি দেখার পর। কিন্তু এখনই তা বলার সময় আসেনি। ২০১৭’র ৩ মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে। এর উত্তর পাওয়া যাবে তখনই। তার আগে ট্রেলারে দেখে নেওয়া যাক বুড়ো হাড়ের জোর কত!
দেখুন ‘লোগান’-এর ট্রেলার:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy