Advertisement
১০ জুন ২০২৪
Jug Jugg Jeeyo

Jug Jugg Jeeyo: ‘দোপাট্টা’ গানে দোপাট্টা-টা কই? ‘যুগ যুগ জিয়ো’র ঝলক নিয়ে ছুটল হাসির ফোয়ারা!

দোপাট্টা নিয়ে গান। তবু গোটা ভিডিয়োয় নাকি সেই দোপাট্টারই দেখা নেই! ‘যুগ যুগ জিয়ো’র গান নিয়ে রসিকতার বান নেটমাধ্যমে।

শোরগোল ফেলেছে ‘যুগ যুগ জিয়ো’র একটি গান।

শোরগোল ফেলেছে ‘যুগ যুগ জিয়ো’র একটি গান।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৬:৩২
Share: Save:

গানের নাম, ‘দোপাট্টা’। এ দিকে, সেই দোপাট্টারই দেখা নেই গোটা ভিডিয়োয়! তাতেই হাসির খোরাক হয়ে দাঁড়াল ‘যুগ যুগ জিয়ো’ ছবির এই নতুন গানটি। দর্শক দেখছেন। হাসছেন। এবং নেটমাধ্যম ভরে যাচ্ছে রসিকতায়।

‘যুগ যুগ জিয়ো’ ছবির এই গানটিতে রয়েছেন নায়ক-নায়িকা বরুণ ধবন ও কিয়ারা আডবাণী। রয়েছেন অনিল কপূর, মণীশ পালও। ঝিলমিলে গোলাপি খাটো ঝুলের ল্যাটেক্স ড্রেসে মোহময়ী কিয়ারা। সঙ্গে আছেন এক ঝাঁক তরুণী। গানের পংক্তি বলছে, তার কেন্দ্রবিন্দু ‘দোপাট্টা তেরা সাতরং দা’। নেই শুধু সেই দোপাট্টাই। আর তাতেই হেসে কুটিপাটি দর্শককুল।

কেউ বলছেন, ‘আরে দোপাট্টা কই?’, কারও খোঁচা, ‘দোপাট্টা-টাই দেখছি না শুধু’! সব মিলিয়ে আগামী ২৪ জুন মুক্তির আগেই শোরগোল ফেলেছে ‘যুগ যুগ জিয়ো’।

যাকে নিয়ে এত কাণ্ড, সেই গানটি অবশ্য সে অর্থে নতুন নয়। সুরজিৎ বিন্দ্রাখিয়ার গাওয়া জনপ্রিয় পঞ্জাবি গান নতুন স্বাদে ব্যবহার হয়েছে ছবিতে। গেয়েছেন শ্রেয়া শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jug Jugg Jeeyo Bollywood Film Troll
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE