Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Entertainment News

‘গণধর্ষিতা হয়েছিলাম, সেটা প্রকাশ্যে বলাটাই বড় বিষয়’

২৪ বছর বয়সে গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। বছর দু’য়েক আগে প্রকাশ্যে বলেছেনও সে কথা। এ বার স্বীকার করলেন যে, এতদিন গোপন রাখা ওই ঘটনার কথা শেয়ার করাটাই তাঁর জীবনের সবচেয়ে বড় ঘটনা। তিনি স্বপ্না ভবানী। বলিউডের সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট।

নিজের ঘরে স্বপ্না। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিজের ঘরে স্বপ্না। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৭
Share: Save:

২৪ বছর বয়সে গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। বছর দু’য়েক আগে প্রকাশ্যে বলেছেনও সে কথা। এ বার স্বীকার করলেন যে, এতদিন গোপন রাখা ওই ঘটনার কথা শেয়ার করাটাই তাঁর জীবনের সবচেয়ে বড় ঘটনা। তিনি স্বপ্না ভবানী। বলিউডের সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট।

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইক সামার ২০১৭-এর মঞ্চে স্বপ্না বললেন, ‘‘নিজের গণধর্ষিতা হওয়ার কথা প্রকাশ্যে বলাটা এখনও আমাদের সমাজে অনেক বড় ব্যাপার। কথাগুলো বলতে পেরে অনেক হালকা লেগেছিল। আর নিজেকে শান্ত করতে যোগা আমাকে খুব সাহায্য করেছিল।’’

আরও পড়ুন, ‘পাপা আমি রেডি’, কেন বলল আব্রাম?

কোন সময় ঘটেছিল ওই ঘটনা? স্বপ্নার তখন ২৪ বছর বয়স। শিকাগোতে থাকতেন। ক্রিসমাসের সময় বার থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষিতা হন তিনি। স্বপ্না মনে করেন, পুরুষ বা মহিলা আলাদা করে নন, প্রত্যেকেরই নিজেদের লাঞ্ছনার ঘটনার কথা প্রকাশ্যে আনা উচিত। তাতে সমাজের মানসিকতার পরিববর্তন হবে। তাঁর কথায়, ‘‘ভেঙে পড়লে চলবে না। শক্ত হতে হবে। সত্যিটা মেনে নিতে হবে সকলকেই।’’

স্বপ্না ভবানী। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

অন্য বিষয়গুলি:

Sapna Bhavnani Rape Lakme Fashion Week
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE