Advertisement
১১ জুন ২০২৪

অমিতাভের ‘গডফাদার’ ছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায়?

বলিউডে অমিতাভ বচ্চনেরও গডফাদার ছিলেন! শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। বিগ-বি স্বয়ং এ কথা স্বীকার করেছেন। আর সেই গডফাদারের নাম হৃষিকেশ মুখোপাধ্যায়। ‘আনন্দ’ থেকে শুরু করে ‘চুপকে চুপকে’— হৃষিকেশ মুখোপাধ্যায়ের ন’টি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০০:০০
Share: Save:

বলিউডে অমিতাভ বচ্চনেরও গডফাদার ছিলেন! শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। বিগ-বি স্বয়ং এ কথা স্বীকার করেছেন। আর সেই গডফাদারের নাম হৃষিকেশ মুখোপাধ্যায়। ‘আনন্দ’ থেকে শুরু করে ‘চুপকে চুপকে’— হৃষিকেশ মুখোপাধ্যায়ের ন’টি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। পরিচালকের নবম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অমিতাভ জানালেন, ‘‘হৃষিদা ছিলেন আমাদের গডফাদার। যে ধরনের ছবি উনি বানাতেন, তেমন ছবি এখন আর কেউ করেন না। খুব মিস করি সেই সব ছবিগুলো।’’ হৃষিকেশ-অমিতাভ জুটির একের পর এক হিট ছবি এক সময়ে বলিউডে সাড়া ফেলেছিল। ‘মিলি’, ‘জুরমানা’, ‘নমক হারাম’-এর মতো ছবিতে একেবারে আটপৌরে ভূমিকায় দেখা গিয়েছিল বিগ-বি’কে। অনবদ্য গল্প, চিত্রনাট্য আর পরিচালকের হাতযশে এক অন্য অমিতাভ বচ্চনকে পেয়েছিলেন দর্শকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE