Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Entertainment News

আলাদা করে দেখা করতে চেয়েছিলেন টিভি-কর্তা, বিস্ফোরক অভিনেত্রী

‘কাস্টিং কাউচ’ শব্দটা ইন্ডাস্ট্রিতে নতুন নয়। এ বার সেই সমস্যা নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী ভারালক্ষ্মী সরতকুমার। সম্প্রতি দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভাবনাকে অপহরণ করে তাঁকে যৌন নিগ্রহ করা হয়। এই অভিযোগে শোরগোল পড়ে যায়।

কে এই নায়িকা?

কে এই নায়িকা?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩৭
Share: Save:

‘কাস্টিং কাউচ’ শব্দটা ইন্ডাস্ট্রিতে নতুন নয়। এ বার সেই সমস্যা নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী ভারালক্ষ্মী সরতকুমার। সম্প্রতি দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভাবনাকে অপহরণ করে তাঁকে যৌন নিগ্রহ করা হয়। এই অভিযোগে শোরগোল পড়ে যায়। নিগ্রহের শিকার ভাবনার পাশে দাঁড়িয়ে অভিনেত্রী ভারালক্ষ্মী সরতকুমারের দাবি, একটি টিভি চ্যানেলের এক এগ্‌জিকিউটিভ তাঁকে বাইরে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন।

আরও পড়ুন, অপহরণ করে অভিনেত্রীর শ্লীলতাহানি, ফেরার মুল অভিযুক্ত

সোমবার একটি টুইট করেন ভারালক্ষ্মী। সেখানে তিনি লেখেন, ‘‘একটি টিভি চ্যানেলের প্রোগাম বিভাগের শীর্ষ কর্তার সঙ্গে মিটিং করছিলাম। মিটিং শেষ হওয়ার আধ ঘণ্টা আগে আমাকে উনি বলেন, বাইরে আমরা কোথায় দেখা করছি? আমি অবাক হয়ে জানতে চেয়েছিলাম কেন? তিনি মুচকি হেসে বলেছিলেন… না! মানে অন্য কিছুর জন্য। আমি রেগে গেলেও তা প্রকাশ করিনি। বরং বলেছিলাম, দুঃখিত। ছেড়ে দিন এ সব। তিনি জানতে চেয়েছিলেন, এটাই শেষ কথা তো? আমি আর এর কোনও উত্তর দিইনি।’’

একটি তামিল ছবিতে ভারালক্ষ্মী।

যদিও ভারালক্ষ্মী ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি। কবে নাগাদ ওই ঘটনা ঘটেছিল তাও জানাননি। কিন্তু এই ঘটনার কথা প্রকাশ পেতেই তুমুল আলোচনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। কন্নড় মালায়লম তামিল ছবির এই অভিনেত্রীর কথায় ‘‘এমন ঘটনা ঘটলে মেয়েদের প্রতিবাদ করতেই হবে। চুপ করে থেকে কোনও লাভ নেই।’ !!

যদিও ভারালক্ষ্মী ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি। কবে নাগাদ ওই ঘটনা ঘটেছিল তাও জানাননি। কিন্তু এই ঘটনার কথা প্রকাশ পেতেই তুমুল আলোচনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। কন্নড় মালায়লম তামিল ছবির এই অভিনেত্রীর কথায় ‘‘এমন ঘটনা ঘটলে মেয়েদের প্রতিবাদ করতেই হবে। চুপ করে থেকে কোনও লাভ নেই।’

অন্য বিষয়গুলি:

varalaxmi sarathkumar Malayalam actress Bhavana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE