ফের বলি দরজায় কড়া নাড়ল নীতি পুলিশ। এ বার টার্গেট অভিনেত্রী দিশা পাটানি। অবশ্য নীতি পুলিশ না বলে ফ্যাশন পুলিশ বলাই বোধহয় শ্রেয়।
ঘটনাটি ঠিক কী? সম্প্রতি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাওয়ার আগে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দিশা। সেখানেই তাঁর পোশাক নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন এক ব্যক্তি। আপাতত তা ওয়েব ওয়ার্ল্ডে ভাইরাল।
আরও পড়ুন, বিতর্ক এড়াতে সাবা বললেন, সলমনকে ভালবাসি!
এই ঘটনার জবাব দিতে গিয়ে সোশ্যাল মিডিয়াতেই মুখ খুলেছেন দিশা। সেখানে তিনি লেখেন ‘‘কতটা দেহ ঢাকা পোশাক পরেছে তা দেখে একটি মেয়েকে বিচার করা খুব সহজ। কিন্তু নিজেদের খারাপ মানসিকতার কথা স্বীকার করতে অসুবিধে হয় না? আপনারাই মেয়েটির দেহের সেই সব অংশের দিকে তাকিয়ে থাকেন যা ঢেকে পোশাক পরতে বলেন আপনারাই।’’ ❤️ ❤️
❤️ ❤️
দিশা আরও জানিয়েছেন যত দ্রুত সম্ভব সমাজ থেকে এই হিপোক্র্যাসি বন্ধ হওয়া উচিত। এর আগে একই ভাবে পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন গায়িকা মোনালি ঠাকুর টলিউড অভিনেত্রী পার্নো মিত্র প্রমুখ। প্রতি ক্ষেত্রেই ট্রোলিংয়ের যোগ্য জবাব দিয়েছেন সেলেবরা। ! 🙏🏻 🙏🏻
! 🙏🏻 🙏🏻
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy