দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা নীরজ ভোরা। ছবি— সংগৃহীত।
হার্ট অ্যাটাক। তারপর ব্রেন স্ট্রোক। গত বছরের ১৯ অক্টোবর থেকে কোমায় রয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা-পরিচালক নীরজ ভোরা। লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। তাঁর বয়স ৫৪ বছর। চিকিৎকেরা জানিয়েছেন, ২৪ ঘণ্টা তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবুও তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
আরও পড়ুন, ঘুম থেকে উঠতে পারেননি কপিল, শো থেকে ফিরে গেলেন অজয় দেবগণ!
আরও পড়ুন, বাবা রাম রহিমের জন্য হোটেলবন্দি আলিয়া ভট্ট!
‘কোম্পানি’, ‘মন’, ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘পুকার’-এর মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন নীরজ ভোরা। শুধু তাই নয়, ‘হেরা ফেরি’, ‘রঙ্গিলা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র চিত্রনাট্য এবং ‘ফির হেরা ফেরি’র মতো ছবির পরিচালনাও করেছেন তিনি। অভিনেতা-পরিচালকের অসুস্থতার জেরে তাঁর আগামী ছবি ‘হেরা ফেরি থ্রি’র কাজ আপাতত বন্ধ।
২০০৬-এ ‘ফির হেরা ফেরি’ ছবির পরিচালনা করেছিলেন নীরজ ভোরা। ছবি— সংগৃহীত।
গত বছর অসুস্থতার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারে কেউ না থাকায় আপাতত ইন্ডাস্ট্রির কাছের বন্ধু প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িই তাঁর ঠিকানা। গত বছরই নীরজ ভোরার স্ত্রীর মৃত্যু হয়। তাঁদের কোনও সন্তানও নেই। মুম্বই মিররের খবর অনুযায়ী, জুহুতে ফিরোজ নাদিয়াওয়ালার বরকত ভিলার একটি ঘরকে রীতিমতো আইসিইউ-তে পরিণত করা হয়েছে। চলতি বছর মার্চ মাস থেকে সেই ঘরেই রয়েছেন নীরজ। সেখানেই তাঁর দেখাশোনার সব রকম ব্যবস্থা করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy