Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Entertainment News

মুক্তির আগে ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর রিভিউ দিলেন অমিতাভ

রাত পোহালেই মুক্তি পাচ্ছে ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস।’ বায়োপিকে সচিনকে অন্যভাবে দেখার অপেক্ষা। গত বুধবার মুম্বইতে ছবির প্রিমিয়ারে কোথাও যেন এক হয়ে গিয়েছিল বলিউড ও ক্রিকেট। ছবিটি দেখে আপ্লুত অমিতাভ বচ্চনও।

‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর প্রিমিয়ারে অমিতাভ এবং সচিন। ছবি: টুইটারের সৌজন্যে।

‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’-এর প্রিমিয়ারে অমিতাভ এবং সচিন। ছবি: টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ১৮:৫২
Share: Save:

রাত পোহালেই মুক্তি পাচ্ছে ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস।’ বায়োপিকে সচিনকে অন্যভাবে দেখার অপেক্ষা। গত বুধবার মুম্বইতে ছবির প্রিমিয়ারে কোথাও যেন এক হয়ে গিয়েছিল বলিউড ও ক্রিকেট। ছবিটি দেখে আপ্লুত অমিতাভ বচ্চনও। অভিষেক ও ঐশ্বর্যার সঙ্গে প্রিমিয়ারে উপস্থিত হয়ে বিগ বি সাংবাদিকদের জানান, যে দেশে সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটার রয়েছেন সে দেশে জন্ম নিতে পেরে তিনি গর্বিত। চলতি বছরে এই ছবিটির জন্য তিনি অপেক্ষা করেছিলেন।

আরও পড়ুন, ‘কান’-এর রেড কার্পেটে রূপকথা তৈরি করলেন ঐশ্বর্যা

অমিতাভের কথায় ‘‘খুব ইমোশনাল লাগছে। সচিনের জীবনের কথা যদি বাদও দিই ছবি হিসেবে এটি খুব উন্নত মানের। আমি সচিনকে বলছিলাম ছবিটা দেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। প্রত্যেক স্কুলে ছবিটি দেখানো উচিত। সচিনের জন্য আমরা কতটা গর্বিত শুধু তা জানার জন্য নয় সচিন দেশকে কতটা গর্বিত করেছেন সেটা জানার জন্যই সিনেমাটা দেখা উচিত।’’ ' ' मैं उस देश का वासी हूँ जिस देश में बहता है !!!

অমিতাভের কথায় ‘‘খুব ইমোশনাল লাগছে। সচিনের জীবনের কথা যদি বাদও দিই ছবি হিসেবে এটি খুব উন্নত মানের। আমি সচিনকে বলছিলাম ছবিটা দেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। প্রত্যেক স্কুলে ছবিটি দেখানো উচিত। সচিনের জন্য আমরা কতটা গর্বিত শুধু তা জানার জন্য নয় সচিন দেশকে কতটা গর্বিত করেছেন সেটা জানার জন্যই সিনেমাটা দেখা উচিত।’’

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রিমিয়ারের কিছু ছবি শেয়ার করেও সিনেমাটির প্রশংসা করেছেন অমিতাভ। টুইটারে অভিষেক লিখেছেন ‘সচিন শুধু একজন ব্যক্তি নন। ভারতের আবেগ…।’ ' ' ' ! _

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE