Advertisement
১১ জুন ২০২৪

করোনা কালেই বিয়ে করলেন মানালি, পাত্র অভিমন্যু

খোলা চুল, লাল রঙের সালোয়ার, কানে দুল... বিয়ের সাজ বলতে ছিল এই। অভিমন্যু পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। মুখে মাস্ক অবশ্য ছিল দু’জনেরই।

মানালি-অভিমন্যু।

মানালি-অভিমন্যু।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২০ ২০:৩৫
Share: Save:

ভরা শ্রাবণেই বসন্তের জোয়ার অভিনেত্রী মানালি দে’র মনে। করোনা, লকডাউনের বাজারেই দীর্ঘ দিনের প্রেমিক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়েটা সেরেই ফেললেন তিনি। ফোন করতেই লাজুক হেসে মানালি বললেন, “কিছুই ঠিক ছিল না সে ভাবে। হঠাৎই...।”

খোলা চুল, লাল রঙের সালোয়ার, কানে দুল... বিয়ের সাজ বলতে ছিল এই। অভিমন্যু পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। মুখে মাস্ক অবশ্য ছিল দু’জনেরই। না জাঁকজমকের বিয়ে হয়নি মানালির। লোক বলতে তাঁর বাবা-দাদু এবং অভিমন্যুর বাবা। মানালি বললেন, “অভির বাড়িতেই রেজিস্ট্রি হল। আসলে অভির মা এখন মুম্বইতে। উনি ফিরলে তখন বড় করে সেলিব্রেশন হবে।”

হঠাৎ করেই বিয়ে করে ফেললেন যে!“ওই যে বাড়িতে বলল, ভাদ্র মাস পড়ে যাবে। কী সব নিয়ম আছে। তাই আর কি...”, হেসে বললেন ‘শবনম’। খাওয়াদাওয়া তো জমিয়ে হচ্ছে নিশ্চয়ই। হতাশ গলায় মানালির উত্তর, “নানা, আজ শুধু রেজিস্ট্রিটাই হল। বাকি সব সেলিব্রেশন তুলে রাখলাম।”

আরও পড়ুন- সুশান্তের মৃত্যুর দু’মাস পরে অবশেষে সোশ্যাল মিডিয়ায় কামব্যাক কর্ণের

Registered 💖♥️

A post shared by manali dey (@manali_manisha) on

অভিমন্যু পেশায় পরিচালক। ইন্ডাস্ট্রি সূত্রেই মানালির সঙ্গে আলাপ তাঁর। বন্ধুত্ব থেকে প্রেম...প্রেম থেকে বিয়ে...অভিমন্যুর পরিচালনাতেও কাজ করেছেন মানালি। ২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। তবে সে বিয়ে স্থায়ী হয়নি। তা নিয়ে এখন আক্ষেপ নেই মানালির। ‘অভি’-র মধ্যেই তিনি হদিস পেয়েছেন কাঙ্ক্ষিত ভালবাসার-বন্ধুত্বের। মিস থেকে মিসেস হলেন মানালি। বোঝা গেল, ভালবাসা করোনাকেও ভয় পায় না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE