Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মোদীকে আমেরিকা আসার আমন্ত্রণ ওবামার

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর অভিনন্দন বার্তার মাধ্যমেই মিলেছিল বরফ গলার ইঙ্গিত। এ বার সেই ইঙ্গিতকেই কাজে পরিণত করে দেখালেন বারাক ওবামা। নরেন্দ্র মোদীকে সরকারি ভাবে আমেরিকা সফরে আসার আমন্ত্রণ জানালেন তিনি। সেপ্টেম্বরে মোদীকে ওয়াশিংটন আসার আমন্ত্রণ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দেন মার্কিন বিদেশ দফতরের ডেপুটি সেক্রেটারি উইলিয়াম বার্নস। ভিসা বিতর্কের জেরে প্রায় এক দশক আমেরিকা যাননি মোদী। ওবামার এই আমন্ত্রণ দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে ভারত-মার্কিন সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা কূটনীতিকদের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৪ ১৪:৪০
Share: Save:

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর অভিনন্দন বার্তার মাধ্যমেই মিলেছিল বরফ গলার ইঙ্গিত। এ বার সেই ইঙ্গিতকেই কাজে পরিণত করে দেখালেন বারাক ওবামা। নরেন্দ্র মোদীকে সরকারি ভাবে আমেরিকা সফরে আসার আমন্ত্রণ জানালেন তিনি। সেপ্টেম্বরে মোদীকে ওয়াশিংটন আসার আমন্ত্রণ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দেন মার্কিন বিদেশ দফতরের ডেপুটি সেক্রেটারি উইলিয়াম বার্নস। ভিসা বিতর্কের জেরে প্রায় এক দশক আমেরিকা যাননি মোদী। ওবামার এই আমন্ত্রণ দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে ভারত-মার্কিন সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা কূটনীতিকদের।

প্রেসিডেন্ট ওবামার এই আমন্ত্রণের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর ফলপ্রসূ হবে এবং ভারত-মার্কিন সম্পর্ককে এক নতুন দিশা ও শক্তি দেবে।

বস্তুত, গত মে মাসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকা নানা ভাবে তার মোদী-বিরোধী তকমা মুছে ফেলতে তত্পর হয়েছে। ২০০৫ সালে মোদীকে কূটনৈতিক ভিসা দিতে অস্বীকার করে আমেরিকা। ২০০২-এর গুজরাত দাঙ্গা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে গুজরাতের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দেয়নি আমেরিকা। এমনকী তাঁর পর্যটন ভিসাও বাতিল করে দেয় তারা। মোদীও কিন্তু তার পর ভিসার জন্য আর আবেদন করেননি।

অন্য বিষয়গুলি:

modi obama usa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE