Advertisement
১০ জুন ২০২৪

বানে ভেসে গেল লঞ্চঘাটের জেটি, নিখোঁজ ১

রেকর্ড উচ্চতায় আসা জলের টানে ভেসে গেল হাওড়ার শিবপুর এবং বাউড়িয়া লঞ্চঘাটের জেটি। একই সঙ্গে জলের তোড়ে বাবুঘাটে নৌকা উল্টে তলিয়ে গেলেন এক মাঝি। শিবপুর লঞ্চঘাটের ভেসে যাওয়া জেটি বা পল্টুনটি প্রায় ৫ কিলোমিটার দুরে হাওড়া স্টেশন সংলগ্ন জেটির কাছে পাওয়া গেলেও, বাউড়িয়া লঞ্চঘাটের পল্টুন এখনও মেলেনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৫ ১৭:৫৩
Share: Save:

রেকর্ড উচ্চতায় আসা জলের টানে ভেসে গেল হাওড়ার শিবপুর এবং বাউড়িয়া লঞ্চঘাটের জেটি। একই সঙ্গে জলের তোড়ে বাবুঘাটে নৌকা উল্টে তলিয়ে গেলেন এক মাঝি।

শিবপুর লঞ্চঘাটের ভেসে যাওয়া জেটি বা পল্টুনটি প্রায় ৫ কিলোমিটার দুরে হাওড়া স্টেশন সংলগ্ন জেটির কাছে পাওয়া গেলেও, বাউড়িয়া লঞ্চঘাটের পল্টুন এখনও মেলেনি। মেলেনি গ্যাংওয়ের খোঁজও। ফলে শনিবার রাত থেকেই বন্ধ হয়ে গিয়েছে লঞ্চ পরিষেবা। হুগলি নদী জলপথ সমবায় সমিতির তরফ থেকে বলা হচ্ছে, শিবপুর লঞ্চঘাটের পরিষেবা দ্রুত চালু করার চেষ্টা চলছে। কিন্তু বাউড়িয়ার ভেসে যাওয়া পল্টুন বা গ্যাংওয়ে খুঁজে না পাওয়ায়, সেখানকার পরিষেবা কবে চালু হবে, তা জানাতে পারেননি কর্তৃপক্ষ।

শনিবার রাতে প্রায় ৪.১৪ মিটার উচ্চতায় বান আসে। হুগলি নদী জলপথ সমিতি সূত্রের খবর, সাম্প্রতিক কালে এই উচ্চতার বান আসেনি। জলের তোড়ে এ দিন শিবপুর লঞ্চঘাটের গ্যাংওয়েটি কয়েক ফুট উপরে লাফিয়ে ওঠে এবং পল্টুনের সঙ্গে বাঁধা শিকলগুলি ছিঁড়ে যাওয়ায়, পল্টুনটি ভেসে চলে যায় হাওড়া স্টেশনের জেটির দিকে। গ্যাংওয়েটি ভেঙে সেখানেই পড়ে থাকে। পাশাপাশি বাবুঘাটে গঙ্গাপাড়ের কাছাকাছি নোঙর করা দু’টি নৌকাও উল্টে যায়। কলকাতা পুলিশ সূত্রে খবর, রাতে প্রবল জলস্রোতে জল-সহ কচুরিপানা নৌকা দুটির মধ্যে ঢুকে যায়। দুই মাঝি সাঁতার কেটে পাড়ে উঠে এলেও একজন তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। নামানো হয় ডুবুরি। রবিবার বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ মাঝির সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE