থানার উদ্বোধনে আইজি (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। —নিজস্ব চিত্র
জেলায় চালু হল আরও একটি মহিলা থানা। পুরুলিয়ার পরে এ বার রঘুনাথপুরে। বুধবার রঘুনাথপুর মহিলা থানার উদ্বোধন করেন আইজি (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। শহরের ব্লক ডাঙায় বিডিও অফিসের পাশে আদিবাসী উন্নয়ন সমবায় পর্ষদের একটি পড়ে থাকা বাড়ি নতুন করে গুছিয়ে থানাটি চালু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মহকুমার সাতটি থানা এলাকায় মহিলাদের সঙ্গে হওয়া যাবতীয় অপরাধের অভিযোগ দায়ের করা যাবে এই থানায়। মহিলা থানার ওসি-র দায়িত্ব পেয়েছেন পারমিতা সমাদ্দার। এ ছাড়াও এক জন মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং দশ জন মহিলা কনস্টেবল থাকছেন থানায়। বছর দুয়েক আগে আদ্রা তদন্তকেন্দ্রকে থানা করা হয়েছে। তারপরে মহকুমায় শুরু হল আরও একটি থানা। এ দিন আইজি বলেন, ‘‘অনেক ক্ষেত্রেই থানায় গিয়ে মহিলারা পুরুষ পুলিশকর্মীদের তাঁদের সঙ্গে হওয়া অপরাধের কথা বিশদে বলতে অস্বস্তি বোধ করেন। মহিলা থানা চালু হওয়ায় সেই সমস্যা কমবে।’’ বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরে উন্নয়ন শুরু করেছেন। তারই ফলশ্রুতিতে রঘুনাথপুরে মহিলা থানা হল।” এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার, রঘুনাথপুর মহকুমাশাসক দেবময় চট্টোপাধ্যায় প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy