Advertisement
২৪ নভেম্বর ২০২৪

শোভাযাত্রায় দুর্ঘটনা, মৃত বাজনদার

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় চলাকালীন দুঘর্টনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দুপুরে দাসপুর থানার ব্রাহ্মণবসান গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মথুর দাস (৪০) ওই পুজো কমিটির শোভাযাত্রায় ব্যঞ্জো বাজাতে এসেছিলেন।

আহতেরা ভর্তি হাসপাতালে।

আহতেরা ভর্তি হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ০০:২৮
Share: Save:

প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় চলাকালীন দুঘর্টনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দুপুরে দাসপুর থানার ব্রাহ্মণবসান গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মথুর দাস (৪০) ওই পুজো কমিটির শোভাযাত্রায় ব্যঞ্জো বাজাতে এসেছিলেন। তাঁর বাড়ি হুগলির খানাকুলে। ঘটনায় জখম হয়েছেন পাঁচ মহিলা-সহ

আরও আট জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই ব্রাহ্মণবসান সবর্জনীন পুজো কমিটির প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছিল। মণ্ডপে ভিড় জমিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। সিঁদুর খেলা ও নানা রকমের অনুষ্ঠানও চলছিল। বেলা ১২টা নাগাদ ঢাক, ব্যাঞ্জো-সহ একটি শোভাযাত্রা বের হয়। পিকআপ ভ্যানে প্রতিমা তুলে কংসাবতীর ঘাটের দিকে রওনা দেয় শোভাযাত্রা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রাম থেকে আধ কিলেমিটারের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি সামনের একটি ট্রলিতে ধাক্কা মারে। ওই ট্রলিতে মথুরবাবু একাই ছিলেন। ট্রলিটি উল্টে যেতেই তিনি গাড়ির চাকায় পিষ্ট হন। ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পাঁচজন মহিলা-সহ অন্য জখমদের দাসপুর ও ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া পঞ্চায়েতের ওই গ্রামে স্থানীয় যুবক ও মহিলাদের উদ্যেগেই পুজো শুরু হয়েছিল পাঁচ বছর আগে। প্রতি বছরই প্রতিমা বিসর্জনের দিন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন মহিলারা। ব্যান্ড, ব্যঞ্জো নিয়ে শোভাযাত্রাও হয়। এ দিনও প্রথমে একটি ট্রলিতে করে নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে যাচ্ছিলেন বাদকরা। তারপরই ছিলেন মহিলারা। একেবারে পিছনে ছিল পিক-আপ ভ্যানটি। দুর্ঘটনার পরই সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেন উদ্যোক্তারা। দাসপুর থানা এলাকায় অন্যান্য পুজো কমিটির বিসর্জনের সময় ব্যাপক পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ।

অন্য বিষয়গুলি:

Man died Durga idol immersion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy