Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ঝেঁতল্যায় বাস উল্টে জখম ১২

বাস উল্টে জখম হলেন ১২ জন। সকলেই চিকিৎসাধীন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ঝেঁতল্যার কুশপাতার। জখম সকলেই এক যাত্রাদলের লোকজন। শুরুতে স্থানীয়রাই উদ্ধারের কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

দুর্ঘটনা: রাস্তা থেকে উল্টে পড়েছে বাসটি। নিজস্ব চিত্র

দুর্ঘটনা: রাস্তা থেকে উল্টে পড়েছে বাসটি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০০:০০
Share: Save:

বাস উল্টে জখম হলেন ১২ জন। সকলেই চিকিৎসাধীন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ঝেঁতল্যার কুশপাতার। জখম সকলেই এক যাত্রাদলের লোকজন। শুরুতে স্থানীয়রাই উদ্ধারের কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাসের গিয়ার বক্সে কোনও সমস্যার থাকার জন্যই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশেরও এমনই অনুমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঝেঁতল্যার কুশপাতায় এক অনুষ্ঠানের আয়োজন ছিল। একটি পুজো উপলক্ষেই যাত্রার আয়োজন করা হয়েছিল। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছ থেকে একটি যাত্রাদল এখানে এসেছিল। মঙ্গলবার গভীর রাতে যাত্রা হয়।

আরও পড়ুন: ধুলো জমছে বায়োমেট্রিকে

বুধবার ভোরে যাত্রাদলের লোকজন ফিরছিলেন। বাসটি ছাড়ার পরপরই হঠাৎ রাস্তার পাশে উল্টে যায়। ছুটে আসেন স্থানীয়রা। একে একে জখমদের উদ্ধার করা হয়। বাসে ২৬ জন ছিলেন। এর মধ্যে ১২ জন জখম হন। বাকিরা সামান্য চোট পেয়েছিলেন।

জখম ১২ জনকে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সাত জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানাচ্ছেন, বাসটির গতি খুবই কম ছিল। সবে ছেড়েছিল। সামান্য কিছু দূর গিয়েই উল্টে যায়। গতি বেশি থাকলে দুর্ঘটনা আরও বড় আকার নিতে পারত বলেই মনে করছেন তাঁরা। হাসপাতাল সূত্রে খবর, জখম কারও আঘাতই খুব গুরুতর নয়। তবে সকলকেই নজরদারিতে রাখা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Bus Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE