প্রতীকী ছবি।
বাড়তে চলেছে জিও প্রাইম অফারের সময়সীমা। জিও প্রাইম অফারের সুবিধা নেওয়ার জন্য আরও কিছুটা সময় পেতে চলেছেন গ্রাহকরা।
যদিও এখনও তা আলোচনার পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের বদলে এপ্রিল পর্যন্ত এই সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা।
৩১ মার্চ জিও-র আনলিমিটেড হ্যাপি নিউ ইয়ার অফার শেষ হবে। তার পরও জিও-র সুবিধা দিতে গ্রাহকদের জন্য প্রাইম অফার আনে রিলায়্যান্স জিও সংস্থা। কিন্তু সে ক্ষেত্রে ৯৯ টাকা দিয়ে নথিভুক্ত করতে হত। যার সময়সীমাও ছিল ৩১ মার্চ। যাঁরা এখনও এই অফার সাবস্ক্রাইব করেননি তাঁদের জন্যই এই সুবিধা আনতে চলেছে জিও। ৩১ মার্চের বদলে ৩০ এপ্রিল পর্যন্ত তাঁরা এই প্রাইম অফার সাবস্ক্রাইব করতে পারবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: প্রতিবেশী দেশগুলোর থেকে ভারতে কেন আইফোনের দাম এত বেশি?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy