নীরব মোদী।
আর্থিক স্বাস্থ্য মজবুত করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিপুল মূলধন জোগাচ্ছে সরকার। কিন্তু নীরব মোদীরা ‘সেই টাকা’ লুঠ করে এ ভাবে দেশ ছেড়ে পালাতে থাকলে, শেষমেশ লগ্নির সব অর্থই জলে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলল সংসদীয় কমিটি।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রায় সাড়ে ১২ হাজার কোটির প্রতারণা প্রকাশ্যে আসার পরে সংসদীয় স্থায়ী কমিটির প্রশ্ন, এত দিন রিজার্ভ ব্যাঙ্ক ও বাণিজ্যিক ব্যাঙ্কের পর্ষদ কী করছিল? সম্প্রতি ঠিক যে প্রশ্ন তুলেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলিও।
জেটলি ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের পাশাপাশি শীর্ষ ব্যাঙ্কের দায়বদ্ধতার কথা বলেছিলেন। সে দিক থেকে দেখলে অন্তত এই বিষয়ে কংগ্রেস নেতা বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি অর্থমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছে। কিন্তু একই সঙ্গে ব্যাঙ্কের পর্ষদে সরকারি প্রতিনিধির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। কমিটির উদ্বেগ, এমন চলতে থাকলে ব্যাঙ্কে সরকারি লগ্নির টাকা সবই জলে যাবে। তাদের যুক্তি, পিএনবি কাণ্ডে খাতায় রেকর্ড না রেখে যে ভাবে ঋণে গ্যারান্টি দেওয়া হয়েছে, তাতে পরিচালন ব্যবস্থা, নজরদারি, অডিট ও সরকারি প্রতিনিধির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy