Advertisement
১৯ মে ২০২৪
Budget 2020

বাজেট স্তুতি অর্থমন্ত্রীর, সচিব পঞ্চমুখ কর নিয়ে

লগ্নিকারীরা বলেন, অবিলম্বে অর্থনীতির ঝিমুনি কাটানোর জন্য কেন্দ্র কী পদক্ষেপ করে, তা দেখতে চোখ ছিল বাজেটে। কিন্তু হতাশ করেছেন নির্মলা। 

বক্তা: শুক্রবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পিটিআই

বক্তা: শুক্রবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পিটিআই

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৫
Share: Save:

বাজেট সংক্রান্ত সমালোচনার ধারকাছ দিয়েও গেলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধু ফলাও করে বললেন, ১ ফেব্রুয়ারি সংসদে যে বাজেট পেশ করেছিলেন, সেটি আসলে অর্থনীতিকে চাঙ্গা করে তোলার জন্য খুব স্পষ্ট, চিন্তা-ভাবনা করে সতর্ক ভাবে আনা আর্থিক ত্রাণ। আর সেই কৌশল তৈরি করা হয়েছিল শ্লথ বৃদ্ধিকে হারিয়ে দেওয়া নিয়ে অতীতের সমস্ত অভিজ্ঞতার নির্যাস নিংড়ে। এ দিকে, কর মেটানোর নতুন ও পুরনো ব্যবস্থার মধ্যে কোনটা বেশি লাভজনক সেই প্রশ্নে যখন দেশ উত্তাল, তখন এ দিনই কেন্দ্রের রাজস্ব সচিব অজয় ভূষণ পাণ্ডের দাবি, দেশের অন্তত ৮০% করদাতা নতুন ব্যবস্থাকেই গ্রহণ করবেন। তাঁর যুক্তি, এতেই লাভ হবে বেশি। উল্লেখ্য, বাজেটে ঘোষিত নতুন এই ব্যবস্থায় কম হারে কর দিতে হবে, তবে কোনও ছাড়ের সুবিধা থাকবে না।

শুক্রবার মুম্বইয়ে দাঁড়িয়ে নির্মলা যখন বাজেটের উপযোগিতা ব্যাখ্যা করছেন, তখন সংশ্লিষ্ট মহল প্রশ্ন তুলছে, কীসের জোরে বাজেট প্রস্তাবের হাত ধরে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে বলে দাবি করছে কেন্দ্র? বাজেটে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড়া করানোর মতো সাহসী সংস্কারের বার্তা চেয়েছিল যে শিল্প, ওই দিনই তাদের একাংশের প্রশ্ন ছিল, কোথায় সেই কিক-স্টার্ট? সে দিন শেয়ার বাজারও এক ধাক্কায় পড়ে যায় প্রায় ৯৮৮ পয়েন্ট। লগ্নিকারীরা বলেন, অবিলম্বে অর্থনীতির ঝিমুনি কাটানোর জন্য কেন্দ্র কী পদক্ষেপ করে, তা দেখতে চোখ ছিল বাজেটে। কিন্তু হতাশ করেছেন নির্মলা।

এ দিন শিল্প মহলের সঙ্গে বৈঠকে নির্মলা অবশ্য বলেছেন, ‘‘অর্থনীতির মৌলিক বিষয়গুলি মাথায় রেখেছিলাম। দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য লগ্নি নিশ্চিত করতে এবং বাজারে চাহিদা ও কেনাকাটা বাড়াতে দেশ জুড়ে যে ত্রাণের দাবি উঠেছিল, তা জোগানোর চেষ্টা করেছি।’’ তাঁর দাবি, দায়িত্বপূর্ণ ভাবে খরচ বৃদ্ধিকে পাখির চোখ করা হয়েছে বাজেটে। ১৬ দফা কর্মসূচির মাধ্যমে সরকারের গ্রামাঞ্চল ও কৃষি ক্ষেত্রে উন্নতিতে নজর দেওয়ার কথাও বলেন তিনি।

আরও পড়ুন: মহল্লায় ‘আপ’ন ক্লিনিক কি জেতাবে ভোটে

মুম্বইয়ে নির্মলার সঙ্গেই ছিলেন পাণ্ডে। রাজস্ব সচিব জানিয়েছেন, বাজেটের আগে ৫.৭৮ কোটি করদাতার মধ্যে সমীক্ষা চালিয়ে কেন্দ্র দেখেছে, ৬৯% নতুন ব্যবস্থায় বেশি কর বাঁচাতে পারবেন। ১১% অবশ্য পুরনো কর ব্যবস্থার পক্ষেই। আর বাকি ২০% করদাতার মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা নথিপত্রের ঝক্কি এড়াতে চান। ফলে নতুন কর জমানায় পা রাখতে আগ্রহী হতে পারেন। যদিও বিশেষজ্ঞদের বড় অংশের ধারণা, শেষ পর্যন্ত সিংহভাগ করদাতা পুরনো ব্যবস্থাই বেছে নেবেন।

আরও পড়ুন: ছবি পাঠানোর মতোই সহজে এবার হোয়াটসঅ্যাপ-এ পাঠানো যাবে টাকা, মিলল অনুমোদন!

অর্থমন্ত্রীরও দাবি, বর্তমানে সঞ্চয় করলে কর ছাড় পাওয়া যায়। নতুন ব্যবস্থায় আগের থেকে কম কর দিয়ে করদাতা উদ্বৃত্ত টাকা তাঁর পছন্দ মতো ক্ষেত্রে সঞ্চয় করার সুযোগ পাবেন। যদিও বহু বিশেষজ্ঞেরই মত, হাতে টাকা পেলে অনেকেই তা খরচ করার দিকে ঝুঁকতে পারেন। ফলে নতুন ব্যবস্থায় মার খেতে পারে সঞ্চয়। বাড়তে পারে বৃদ্ধ বয়সে আর্থিক সমস্যায় পড়ার ঝুঁকি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Budget 2020 Union Budget 2020 Nirmala Sitharaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE