Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফের কর্মীদের ভরসা দিল স্ন্যাপডিল

কর্মী ধরে রাখতে তাঁদের নিয়ে বৈঠক হয়েছিল আগেই। আর এ বার সংস্থা বিক্রি হয়ে যাওয়ার জল্পনার মধ্যেই তাঁদের আশ্বস্ত করতে ই-মেল পাঠালেন স্ন্যাপডিলের দুই প্রতিষ্ঠাতা কুণাল বহল ও রোহিত বনসল। আশ্বাস দিলেন, বেশি বেতন, পদোন্নতি এবং আগামী দিনে ভাল আর্থিক ফলের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০৩:১৭
Share: Save:

কর্মী ধরে রাখতে তাঁদের নিয়ে বৈঠক হয়েছিল আগেই। আর এ বার সংস্থা বিক্রি হয়ে যাওয়ার জল্পনার মধ্যেই তাঁদের আশ্বস্ত করতে ই-মেল পাঠালেন স্ন্যাপডিলের দুই প্রতিষ্ঠাতা কুণাল বহল ও রোহিত বনসল। আশ্বাস দিলেন, বেশি বেতন, পদোন্নতি এবং আগামী দিনে ভাল আর্থিক ফলের।

বেশ কয়েক মাস ধরেই লোকসান ঝেড়ে ফেলে মুনাফার মুখ দেখতে চাপ বাড়াচ্ছেন সংস্থার লগ্নিকারীরা। বাজারে ঘুরছে সংস্থা বিক্রি হয়ে যাওয়ার খবর। আপাতত আর বেতন না-নেওয়ার কথা ঘোষণা করেছেন দুই প্রতিষ্ঠাতা-কর্ণধার। এই অবস্থায় কর্মী ধরে রাখতে সরাসরি তাঁদের সঙ্গেই আলোচনায় বসেছিল স্ন্যাপডিল। জানিয়েছিল, ভবিষ্যতে লাভের মুখ দেখাকেই পাখির চোখ করে এগোতে চাইছে ই-কমার্স সংস্থাটি।

আরও পড়ুন...
স্ন্যাপডিলকে কিনে নিচ্ছে ফ্লিপকার্ট?

আর সম্প্রতি প্রায় ৩,০০০ কর্মীকে পাঠানো ই-মেলে বহল এবং বনসলের দাবি, আগামী দিনে সংস্থার এবং কর্মীদের ভালর জন্য সব রকম চেষ্টা করবেন তাঁরা। এ বার বেতন বৃদ্ধিও হবে আগের তুলনায় বেশি। বিশেষ করে কর্মীদের জন্য লগ্নিকারী সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে আগামী দিনের পরিকল্পনা স্থির করা হবে বলেও আশ্বাস তাঁদের। আর এই চিঠিই ফের উস্কে দিয়েছে স্ন্যাপডিল বিক্রির জল্পনাকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE