Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Bangladesh News

পিছিয়ে গেল শেখ হাসিনার ভারত সফর

এখনই হচ্ছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। বাংলাদেশ সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র বলছে, অনিবার্য কারণবশত সফরটি পিছিয়ে গেল। ১৮ ডিসেম্বর তিন দিনের সফরে তার ভারতে আসার কথা ছিল।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:৩৯
Share: Save:

এখনই হচ্ছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। বাংলাদেশ সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র বলছে, অনিবার্য কারণবশত সফরটি পিছিয়ে গেল। ১৮ ডিসেম্বর তিন দিনের সফরে তার ভারতে আসার কথা ছিল।

জানা যাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে প্রস্তাবিত সফরটি পিছিয়ে গেল এখন অন্তত কয়েক সপ্তাহের জন্য। সফরের নতুন সময়সূচি দুই পক্ষ খুব শিগগিরই জানাবে। কূটনৈতিক সূত্র জানাচ্ছে, হাসিনার পরিবর্তিত দিল্লি সফর হতে পারে নতুন বছরের গোড়ায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর গত বছরের জুনে তিনি ঢাকায় গিয়েছিলেন। মোদীর আমন্ত্রণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা ছিল। বাংলাদেশের দিক থেকে এই সফরের মূল গুরুত্বের জায়গা হল তিস্তার জল বন্টন চুক্তির অগ্রগতি। অন্য দিকে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা, সামরিক ও সন্ত্রাসবাদ সহযোগিতার ওপর।

গত অক্টোবরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দিতে এসেছিলেন হাসিনা। তবে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য এর আগে হাসিনা শেষ ভারতে এসেছিলেন ২০১০ সালে।

আরও পড়ুন: মোদী-মমতার লড়াইয়ে থমকে তিস্তা চুক্তি, চাপ বাড়াচ্ছে ঢাকা

অন্য বিষয়গুলি:

Sheikh Hasina India Visit Visit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE