সাউথ এশিয়া স্যাটেলাইট এই অঞ্চলের দেশগুলোর জন্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃত্রিম এই উপগ্রহের সফল উৎক্ষেপণ শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মলদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানরা মুখোমুখি হন। হাসিনা সেখানেই এই মন্তব্য করেন।
শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, “দুই দেশ এবং অঞ্চলকে সংযুক্ত করতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে অনেক সফলতা অর্জন করেছে। আমি নিশ্চিত যে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার চিত্র পরিবর্তিত হয়ে যাবে। এর মাধ্যমে আমাদের যোগাযোগ ভূমি, পানি এবং বাতাসের পরিধি থেকে এখন মহাকাশ পর্যন্ত বিস্তৃত হলো।” তিনি বলেন, “আমি নিশ্চিত যে এই সহযোগিতায় এই অঞ্চলের প্রযুক্তিগত দিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। দক্ষিণ এশিয়ার স্যাটেলাইট এই অঞ্চলের সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে দেবে বলেও আমি বিশ্বাস করি।”
আরও পড়ুন
ইসরোর মুকুটে নয়া পালক! মহাকাশে গেল ‘সার্ক’ জোটের উপগ্রহ
সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যয়ের ৪০ কোটি ডলারের পুরোটাই বহন করেছে ভারত। স্যাটেলাইটটি থেকে ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্য পাচ্ছে বাংলাদেশ। যেটি ইচ্ছে মতো ব্যবহারের সুযোগ থাকছে।
বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৬টায় ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নিজস্ব রকেট জিএসএলভি-এফ০৯-এ করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
এই স্যাটেলাইট থেকে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো টেলি মেডিসিন, টেলি শিক্ষা, আন্তঃসরকার নেটওয়ার্ক, দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট, ডিটিএইচ টেলিভিশন সেবার সুবিধা পাবে।
এই স্যাটেলাইটের নাম প্রথমে সার্ক স্যাটেলাইট ঠিক করা হলেও, পাকিস্তান না আসায় পরে নাম বদলে রাখা হয় সাউথ এশিয়া স্যাটেলাইট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy