বাংলাদেশের ১০ কোটিরও বেশি ভোটারের মধ্যে স্মার্টকার্ড বা উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু হয়ে গেল।
রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “স্মার্টকার্ডের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেন এর কোনো অপব্যবহার না হয়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কার্ডের ডেটার নিরাপত্তা জোরদার করতে হবে। কেউ যেন ডেটা ব্যবহার করে কোনও অপরাধ ঘটাতে না পারে, সে দিকে সতর্ক থাকতে হবে।”
এই স্মার্টকার্ড নকল করা সম্ভব হবে না বলেও আশা প্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বলেন, “এই কার্ডটি সব রকম সেবা দেবে। ঘরে বসেই এখন অনেক কিছু করা সম্ভব, যার সহায়ক হবে এই স্মার্টকার্ড।”
যা থাকছে স্মার্টকার্ডে :
• নতুন স্মার্টকার্ডে থাকছে ১০ আঙুলের ছাপ ও চোখের মণির ছবি।
• কার্ডের চিপে (তথ্যভান্ডার) নতুন এই দুই তথ্য ছাড়াও ভোটার হওয়ার সময় প্রত্যেক নাগরিকের দেওয়া কমপক্ষে আরও ১৬টি তথ্যও সংরক্ষিত থাকবে।
• স্মার্টকার্ডে থাকবে ব্যক্তির নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বয়স, বৈবাহিক অবস্থা, জন্মতারিখ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন সনদ, লিঙ্গ, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন, ধর্ম।
• এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর, আয়কর সনদ নম্বর, টেলিফোন ও মোবাইল নম্বর, মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর, স্বামী বা স্ত্রীর নাম ও পরিচয়পত্র নম্বর
• মা-বাবা, স্বামী বা স্ত্রী মৃত হলে সে-সংক্রান্ত তথ্য থাকছে। প্রতিবন্ধী হলে সেই তথ্যও।
কাগজের তৈরি ল্যামিনেটেড জাতীয় পরিচয়পত্রের উপরে ছয়টি তথ্য লেখা থাকে। কিন্তু স্মার্টকার্ডে আটটি তথ্য লেখা থাকবে। এখানে জন্মস্থান ও কার্ড প্রদানের সময়টিও লেখা থাকবে।
আরও পড়ুন: বাঙালির দুর্গাপুজো, নতুন রূপে নতুন সাজে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy