(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। নতুন প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটজ় (ডান দিকে)। —ফাইল চিত্র।
ইজ়রায়েল কাটজ়কে প্রতিরক্ষামন্ত্রী করলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার ওই পদ থেকে ইয়োয়াভ গ্যালান্টকে অপসারণ করেন তিনি। ওই পদের ভার দেশের বর্তমান বিদেশমন্ত্রীর হাতে সঁপেছেন নেতানিয়াহু।
নতুন প্রতিরক্ষামন্ত্রী কাটজ় এত দিন অন্য গুরুত্বপূর্ণ নানা মন্ত্রক সামলেছেন। ১৯৫৫ সালে ইজ়রায়েলের উপকূলীয় শহর আশকেলনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৩ সালে সামরিক বাহিনীতে চাকরি পান কাটজ়। তবে ১৯৭৭ সালে সেই চাকরি ছেড়ে দেন। কাজ শুরু করেন প্যারাট্রুপার হিসাবে। সামরিক বাহিনীতে চাকরি করলেও কাটজ় কোনও দিনই বাহিনীতে উচ্চপদে ছিলেন না।
১৯৮৮ সাল থেকেই নেতানিয়াহুর লিকুদ দলের সঙ্গে যুক্ত ইজ়রায়েল কাটজ়। নেসেড প্রদেশের সাংসদ হিসাবে নির্বাচিত হন ১৯৯৮ সালে। প্রতিরক্ষা, বিচারব্যবস্থা ইত্যাদি কমিটিতে ছিলেন কাটজ়। বিগত দুই দশকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী ছিলেন তিনি। ২০১৯ সালে তাঁকে বিদেশমন্ত্রী করেন নেতানিয়াহু। কাটজ় বিদেশমন্ত্রী হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের উপর ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনাকে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসেরকে নিন্দা করেছিলেন। তার পরই তাঁকে সরাসরি ‘ব্যক্তিত্বহীন’ বলে নিশানা করেন। এ ছাড়াও প্যারিসে অনুষ্ঠিত সামরিক নৌবাণিজ্য প্রদর্শনীতে ইজ়রায়েলি সংস্থা নিষিদ্ধ করায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল কাটজ়ের মন্ত্রক।