India-Russia Relationship

ফের মোদীর প্রশংসায় পুতিন

মস্কোয় একটি সাংবাদিক বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, ‘‘আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠানগুলি ইউরোপের মধ্যে রাশিয়াকে প্রথম স্থানে রাখে। ’’

Advertisement
সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৭:৩২
(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)।

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। — ফাইল চিত্র।

আরও এক বার ভারতের প্রশংসায় মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠানগুলি ইউরোপের মধ্যে রাশিয়াকে প্রথম স্থানে রাখে। অর্থনীতি ও শক্তি-ক্ষমতার বিচারে রাশিয়া বিশ্বে চতুর্থ। তবে আমাদের থেকেও এগিয়ে রয়েছে চিন, আমেরিকা ও ভারত।’’ তিনি আরও বলেন, ‘‘সব কিছু বদলাচ্ছে। সবাই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ইউরোপ যদি ঘুমিয়ে পড়ে, তা হলে বিশ্বের অন্য অনেক কেন্দ্র রয়েছে, যারা এগিয়ে যাবে। আমাদের তাল মিলিয়ে চলতে হবে।’’ এ মাসের গোড়াতেই পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভারতই সবার আগে’ নীতি ও ‘ভারত গঠন’ উদ্যোগের প্রশংসা করেন। এ-ও জানান, ভারতের এই উদ্যোগে রাশিয়াও শামিল হতে চায়।

Advertisement
Advertisement
আরও পড়ুন