Donald Trump

চিন, মেক্সিকো কিংবা কানাডার মতো ভারতের উপর শুল্কের খাঁড়া নামাবেন না ট্রাম্প, দাবি আমেরিকার বাণিজ্যকর্তার

ট্রাম্প হুঁশিয়ারির সুরে আগেই জানিয়েছিলেন, কোনও দেশ আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে শুল্ক নেয়, সেই পরিমাণ শুল্ক সেই দেশের রফতানিজাত পণ্যে চাপাবেন তিনি। ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক আগামী বুধবার থেকে কার্যকর হওয়ার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৬:৩৪
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।

চিন, মেক্সিকো কিংবা কানাডার মতো ভারতের উপর শুল্কের বোঝা চাপাবে না আমেরিকা। ভারতে বাণিজ্য-বৈঠকে এসে এমনই দাবি করলেন সে দেশের এক বাণিজ্যকর্তা। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুসারে, ওই কর্তা বলেন, “এটা এখন স্পষ্ট যে, ট্রাম্প প্রশাসন চিন, মেক্সিকো কিংবা কানাডার সঙ্গে ভারতকে গুলিয়ে ফেলবে না।”

Advertisement

ট্রাম্প হুঁশিয়ারির সুরে আগেই জানিয়েছিলেন, কোনও দেশ আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে শুল্ক নেয়, সেই পরিমাণ শুল্ক সেই দেশের রফতানিজাত পণ্যে চাপাবেন তিনি। ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক আগামী বুধবার (২ এপ্রিল) থেকে কার্যকর হওয়ার কথা। তবে সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, কিছু দেশকে এই শুল্ক থেকে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। ভারতও আমেরিকার কাছে সেটাই চাইছে। আগে অবশ্য উচ্চ হারে শুল্ক চাপানো নিয়ে ভারতের সমালোচনা করেছিলেন ট্রাম্প।

বুধবার থেকে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিনিধি স্তরে বাণিজ্য-বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া দ্বিপাক্ষিক আলোচনার ‘টার্মস অফ রেফারেন্স’ তৈরি করা হয়েছে। এটি ভারতের পক্ষ থেকে দর কষাকষির মূল রূপরেখা। আমেরিকার মূল দাবি, সে দেশে তৈরি হওয়া অটোমোবাইল, হুইস্কি এবং কিছু কৃষিপণ্যকে ভারতীয় বাজারে ঢোকার পথ সুগম করা অর্থাৎ নয়াদিল্লিকে শুল্ক কমাতে বাধ্য করা।

Advertisement
আরও পড়ুন