ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
শুল্ক আরোপ নিয়ে এ বার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আর কানাডাকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ‘আমেরিকার অর্থনৈতিক ক্ষতি’ করলে পরিকল্পনার চেয়েও বেশি শুল্ক আরোপ করা হবে তাঁদের বিরুদ্ধে।
বুধবার মধ্যরাতে ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, “যদি ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার অর্থনৈতিক ক্ষতি করার জন্য কানাডার সঙ্গে কাজ করে, তবে পরিকল্পনার চেয়েও অনেক বেশি শুল্ক আরোপ করা হবে।”
ট্রাম্প আগেই জানিয়েছিলেন, কোনও দেশ আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে শুল্ক নেয়, সেই পরিমাণ শুল্ক সংশ্লিষ্ট দেশের রফতানি করা পণ্যে চাপাবেন তিনি। ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক আগামী বুধবার (২ এপ্রিল) থেকে কার্যকর হওয়ার কথা। তবে সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, কিছু দেশকে এই শুল্ক থেকে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।
বুধবার আমেরিকায় রফতানি হওয়া সব গাড়িতে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তার পরেই বৃহস্পতিবার জরুরি বৈঠকের ডাক দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তিনি জানান, সে দেশের গাড়ি নির্মাণকারী সংস্থা, সংস্থার কর্মীদের রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ করবে তাঁর সরকার। কানাডার এই ঘোষণার পরেই ট্রাম্পের ফের শুল্ক আরোপের হুঁশিয়ারিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা।