isis

সোমালিয়ায় হানা আমেরিকা সেনার স্পেশাল ফোর্সের! আইএস কমান্ডার বিলাল আল-সুদানি নিহত

নিহত বিলাল নয়া আইএসের নয়া প্রধান আবু আল-হুসেন আল-হুসেইনি আল-কুরেশির ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাঁর মৃত্য়ুতে বড় ধাক্কা খেল পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠনটি।

Advertisement
সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ০৯:০৮
সোমালিয়ার আইএস ডেরায় আমেরিকার সেনা অভিযান।

সোমালিয়ার আইএস ডেরায় আমেরিকার সেনা অভিযান। ফাইল চিত্র।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ এক কমান্ডারের নিহত হওয়ার খবর জানাল ওয়াশিংটন। আফ্রিকার সোমালিয়ায় আমেরিকা সেনার ‘স্পেশাল ফোর্সের’ হামলায় বিলাল আল সুদানি নামে ওই আইএস নেতা এবং তাঁর ১০ সঙ্গী নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার পেন্টাগনের তরফে জানানো হয়েছে।

আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘‘প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ২৫ জানুয়ারি (বুধবার) উত্তর সোমালিয়ায় আইএসের গোপন ডেরায় অভিযান চালিয়েছিল স্পেশাল ফোর্স। সেই অভিযানেই বিলাল এবং তাঁর সঙ্গীরা নিহত হয়েছেন।’’ আমেরিকা সেনার জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল মার্ক মিলেরির দাবি, বিলালের মৃত্যুতে আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় বড় ধাক্কা খাবে আইএস।

Advertisement

গত নভেম্বরে সিরিয়ায় যুদ্ধে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সর্বোচ্চ নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশির মৃত্যুর পর সংগঠনের নতুন প্রধান হয়েছেন আবু আল-হুসেন আল-হুসেইনি আল-কুরেশি। নিহত বিলাল নয়া আইএস প্রধানের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।

২০১৯ সালে আমেরিকা সেনার অভিযানে আইএসের প্রতিষ্ঠাতা তথা তাদের সর্বোচ্চ নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়েছিল। তার পর সংগঠনের ভার পেয়েছিলেন ৪৫ বছরের শিক্ষাবিদ আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরেশি। গত বছর মার্চ মাসে উত্তর সিরিয়ায় আমেরিকার সেনা অভিযানে ইব্রাহিমের মৃত্যুর পর দায়িত্ব পেয়েছিলেন হাশেমি।

আরও পড়ুন
Advertisement