News Of The Day

বাংলাদেশে সন্ন্যাসীর গ্রেফতারি, বিশ্ব জুড়ে প্রার্থনা-প্রতিবাদ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে। আর কী কী নজরে

ব্রিটেনের সংসদেও উঠেছে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির কথা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৫

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চট্টগ্রামের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় প্রতিবাদের আঁচ ছড়িয়েছে ভারতে। ব্রিটেনের সংসদেও উঠেছে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির কথা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আজ বিশ্ব জুড়ে শান্তিপ্রার্থনার আয়োজন করছে ইসকন।

Advertisement

সন্ন্যাসীর গ্রেফতারি এবং বাংলাদেশ-বিতর্ক, বিশ্ব জুড়ে প্রার্থনা ও প্রতিবাদ

বাংলাদেশ, ভারত-সহ ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশে ইসকনের শাখা রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশ্ব জুড়ে ইসকনের প্রতিটি শাখায় শান্তিপ্রার্থনা এবং কীর্তন হবে। দিল্লি থেকে একাধিক বার ঢাকাকে অনুরোধ করা হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তবে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার বুঝিয়ে দিয়েছে, তারা ‘অভ্যন্তরীণ বিষয়ে’ অন্য দেশের নাক গলানো পছন্দ করছে না। বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদেই রয়েছে বলে দাবি সে দেশের অন্তর্বর্তী সরকারের। তবে চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি পরবর্তী সময়েও বাংলাদেশে একাধিক মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠে এসেছে। কলকাতায় ইসকনের মুখপাত্র রাধারমণ দাস দাবি করেছেন, শুক্রবার আরও এক সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের বেশির ভাগই সংখ্যালঘু। এই উত্তেজনার আবহে আজ বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বৃহস্পতিতে শপথগ্রহণ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে একতরফা ভাবেই মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে বিজেপি। শনিবার মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানান, আগামী ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় মুম্বইয়ের আজ়াদ ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথগ্রহণ করবেন। সমাজমাধ্যমে বাওয়ানকুলে আরও জানান, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শেষমেশ কাকে বেছে নেওয়া হয়, উপমুখ্যমন্ত্রীই কে বা কারা হন, সে দিকে নজর থাকবে।

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর তামিলনাড়ুর পরিস্থিতি

শনিবার সন্ধ্যায় পুদুচেরীর কাছে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ফেনজ়ল। তার প্রভাবে আজ পর্যন্ত তামিলনাড়ুর উপকূলবর্তী জেলা এবং পুদুচেরীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। সৈকত সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। চেন্নাইয়ে জল জমে বিপর্যস্ত জনজীবন। বাতিল হয়েছে বহু বিমান। ভোর ৪টে পর্যন্ত বন্ধ ছিল বিমানবন্দর। বেশ কিছু ট্রেন চলছে ঘুরপথে। আর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তামিলনাড়ু, পুদুচেরীতে? সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।

ফেনজ়লের পরোক্ষ প্রভাব, বাংলার কোথায় কেমন বৃষ্টি

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু’-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলু ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকি, কী করবে সরকার

ফের কর্মবিরতির হঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। ভিন্‌রাজ্যে আলু ‘রফতানি’ নিয়ে জটিলতা না-কাটলে সোমবার থেকে তাঁরা আবার কর্মবিরতি শুরু করবেন বলে জানিয়ে দিয়েছেন। রাজ্যে আলুর চড়া দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভিন্‌রাজ্যে আলু ‘রফতানি’র ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছিল। এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবান্নে সরকার পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন আলু ব্যবসায়ীরা। বৈঠকের পর সরকার এবং ব্যবসায়ী দু’পক্ষই আলুর দাম কমাতে উদ্যোগী হয়েছিল। তাতে বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিলও হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। সেই কারণেই ধর্মঘটের সিদ্ধান্ত। এখন দেখার, সরকার কী পদক্ষেপ করে।

আরও পড়ুন
Advertisement