Porn Hub

কড়া নিয়মে বাঁধা হল পর্নহাব, এক্সভিডিয়োকে! না মানলে দিতে হবে মোটা জরিমানাও

ইউরোপীয় ইউনিয়েনের ডিজিটাল পরিষেবা আইন (ডিএসএ)-এর অধীনে গত বছরের ডিসেম্বরেই পর্নহাব, স্ট্রিপচ্যাট এবং এক্সভিডিয়ো— এই তিনটি ওয়েবসাইটকে বড় ‘অনলাইন প্ল্যাটফর্ম’ হিসাবে মনোনীত করা হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১২:১২

—প্রতীকী ছবি।

কড়া নিয়মে বাঁধা পড়তে চলেছে পর্নহাব, স্ট্রিপচ্যাট এবং এক্সভিডিয়ো-র মতো প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটগুলি। ওই ওয়েবসাইটগুলির ‘কনটেন্ট’ কতটা ঝুঁকিপূর্ণ, এখন থেকে তার রিপোর্ট প্রকাশ করতে হবে তাদের। পাশাপাশি, সেই সব ঝুঁকির মোকাবিলা করতে কী ব্যবস্থা করা হচ্ছে, তা-ও জানাতে হবে। মেনে চলতে হবে ইউরোপীয় ইউনিয়নের ‘অনলাইন কনটেন্ট’ সংক্রান্ত নিয়মাবলিও। শুক্রবার তেমনটাই জানিয়েছে ইউরোপীয় কমিশন।

Advertisement

ইউরোপীয় ইউনিয়েনের ডিজিটাল পরিষেবা আইন (ডিএসএ)-এর অধীনে গত বছরের ডিসেম্বরেই পর্নহাব, স্ট্রিপচ্যাট এবং এক্সভিডিয়ো— এই তিনটি ওয়েবসাইটকে বড় ‘অনলাইন প্ল্যাটফর্ম’ হিসাবে মনোনীত করা হয়েছিল। পাশাপাশি, ওই সংস্থাগুলিকে তাদের ওয়েবসাইট থেকে নিষিদ্ধ এবং ক্ষতিকর ভিডিয়ো অপসারণের নির্দেশও দেওয়া হয়েছিল। এখন তাদের আরও কড়া নিয়মে বেঁধে দিল ইউরোপীয় ইউনিয়ন। পর্ণহাব এবং স্ট্রিপচ্যাটকে ২১ এপ্রিল থেকে ডিএসএ-র ‘কনটেন্ট’ সংক্রান্ত নিয়মগুলি মেনে চলতে হবে। এক্সভিডিয়োকে নিয়ম মেনে চলতে হবে ২৩ এপ্রিল থেকে। নিয়ম না মেনে চললে ওয়েবসাইটগুলিকে বার্ষিক আয়ের ৬ শতাংশ জরিমানা দিতে হতে পারে বলেও ইউরোপীয় কমিশন জানিয়েছে।

ইউরোপীয় কমিশন বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘‘ওয়েবসাইটগুলিকে এই নিয়মাবলি মেনে চলতেই হবে। কমিশনের কাছে ঝুঁকি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। ঝুঁকি মোকাবিলার জন্য কী পদক্ষেপ করা হচ্ছে, তা-ও জানাতে হবে।’’ সংস্থাগুলিকে বিজ্ঞাপন সম্পর্কিত তথ্যও জমা দিতে হবে বলে কমিশন জানিয়েছে। নিয়ম না মানলেই চাপতে পারে জরিমানা।

Advertisement
আরও পড়ুন