—প্রতীকী চিত্র।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপেক্ষাকৃত নরম সুরের আবহেই শুরু হল ভারত এবং আমেরিকার মধ্যে অতি গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রতিনিধিস্তরের বৈঠক। ট্রাম্পের হুমকি ছিল, ২ এপ্রিল থেকে পাল্টা চড়া শুল্ক ঘোষণার। গতকাল তিনি কিছুটা স্বর নামিয়ে বলেছেন, তিনি এই নীতিটি পুনর্বিবেচনা করতে পারেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ‘কিছু দেশকে’ প্রতিশোধমূলক শুল্ক থেকে ছাড় দেওয়া যেতে পারে। প্রসঙ্গত, ভারতও আমেরিকার কাছে এটাই চাইছে।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সমস্ত মন্ত্রকের কাছ থেকে মতামত নিয়ে আজ থেকে শুরু হওয়া দ্বিপাক্ষিক আলোচনার ‘টার্মস অব রেফারেন্স’ তৈরি করা হয়েছে। এটি ভারতের পক্ষ থেকে বাণিজ্য চুক্তি তৈরির ক্ষেত্রে দর কষাকষির প্রধান রূপরেখা। আমেরিকার পক্ষ থেকে মূল দাবি, আমেরিকার অটোমোবাইল, হুইস্কি এবং কিছু কৃষিপণ্যকে ভারতীয় বাজারে ঢোকার পথ সুগম করা অর্থাৎ ভারতকে শুল্ক কমাতে বাধ্য করা।