Brazil- India

লুলা-র কৃতজ্ঞতা অনুপ্রেরণা ভারতকে

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ়ির সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করেছেন মোদী।

Advertisement
সংবাদ সংস্থা
রিয়ো ডি জেনিরো শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১০:০৭
নরেন্দ্র মোদীর এই সফরের সমাপ্তিতেও লেগে রইল হিন্দুত্বের ছোঁয়া।

নরেন্দ্র মোদীর এই সফরের সমাপ্তিতেও লেগে রইল হিন্দুত্বের ছোঁয়া। ছবি: এক্স।

ব্রাজিলের অনাবাসী ভারতীয় গোষ্ঠী তাঁকে স্বাগত জানিয়েছিল সংস্কৃত মন্ত্রোচ্চারণে। জি২০ শীর্ষ বৈঠক উপলক্ষে নরেন্দ্র মোদীর এই সফরের সমাপ্তিতেও লেগে রইল হিন্দুত্বের ছোঁয়া। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ব্রাজিল ছাড়ার আগে রামায়ণ নিয়ে একটি সাংস্কৃতিক উপস্থাপনার দর্শকাসনে হাজির থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ়ির সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করেছেন মোদী। গত বছর জি২০-র সভাপতিত্বের ভার ছিল ভারতের। সূত্রের দাবি, সেই ‘দৃষ্টান্তমূলক’ সভাপতিত্বের মেয়াদের জন্য ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছেন বর্তমান সভাপতি দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। তিনি বলেছেন, ভারত যে ভাবে গত বছর সফল ভাবে ওই সম্মেলনের আয়োজন করেছিল, তা থেকে অনেক ক্ষেত্রেই এ বারের আয়োজক দেশ হিসেবে অনুপ্রেরণা গ্রহণ করেছে ব্রাজিল।

লুলাকে আলিঙ্গনের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদী লিখেছেন , ‘জি২০-র সভাপতিত্বের কালে বিভিন্ন উদ্যোগের জন্য প্রেসিডেন্ট লুলাকে অভিনন্দন জানিয়েছি। দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক পুরোদস্তুর খতিয়ে দেখে শক্তি, জৈব জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি-সহ বহু ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা
অঙ্গীকারবদ্ধ হয়েছি।’

মোদী জানিয়েছেন, আজ সম্মেলনে তিনি বক্তব্য রেখেছেন সুস্থায়ী উন্নয়ন ও শক্তি ক্ষেত্রের বিবর্তন নিয়ে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সুস্থায়ী উন্নয়নে ভারতের দায়বদ্ধতার বিষয়টিতে আমি জোর দিয়েছি। ’ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যালবানেজ়ির সঙ্গে তাঁর এ বছরের দ্বিতীয় বৈঠকটি করেছেন মোদী। আগামী বছরেই দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতার পঞ্চম বর্ষপূর্তি। এ দিন দুই প্রধানমন্ত্রীর কথা হয়েছে অর্থনীতি, লগ্নি, বাণিজ্য নিয়ে।


আরও পড়ুন
Advertisement