Fire in Mexico

মেক্সিকোয় গুলি, হত ১০

পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, শনিবার সন্ধেয় একটি পিক আপ ভ্যানে করে বেশ কয়েক জন দুষ্কৃতী ওই পানশালায় পৌঁছয়। পানশালার ভিতরে ঢুকে তারা গুলি চালাতে শুরু করে।

Advertisement
সংবাদসংস্থা
মেক্সিকো সিটি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৮:৪৬
পানশালার ভিতরে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে।

পানশালার ভিতরে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। —প্রতীকী চিত্র।

মেক্সিকোর সান্তিয়াগো দে কেরেতারো শহরের একটি পানশালায় দুষ্কৃতীদের হামলায় দশ জন নিহত হয়েছেন। জখম অন্তত সাত জন।

Advertisement

পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, শনিবার সন্ধেয় একটি পিক আপ ভ্যানে করে বেশ কয়েক জন দুষ্কৃতী ওই পানশালায় পৌঁছয়। পানশালার ভিতরে ঢুকে তারা গুলি চালাতে শুরু করে। রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অনেকে। চিৎকার-আর্তনাদে মুহূর্তে বদলে যায় পরিবেশ। এর পর গুলি ছুড়তে ছুড়তে চলে যারা হামলাকারীরা। পুলিশ এসে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়।

এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হামলাকারীদের গাড়িটি। সেটি রাস্তায় ধারে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ জানিয়েছে, পালানোর আগে দুষ্কৃতীরা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। মেক্সিকোর এই শহর এমনিতে নিরাপদ শহর বলেই পরিচিত। তবে গত কয়েক বছর ধরে মাদক পাচারের সূত্রে কেরেতারো শহরে বেশ কিছু খুন-জখমের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
Advertisement