Acid Attack in Rajasthan

নারকোটিক্স বিভাগের কর্তার গাড়ি থামিয়ে মুখে অ্যাসিড ছুড়ে মারলেন মহিলা! রাজস্থানে গ্রেফতার ২

রাজস্থানের প্রতাপগড়ে নারকোটিক্স বিভাগের এক কর্তার উপর অ্যাসিড হামলার অভিযোগ। এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২২:৫৫
অ্যাসিড হামলার অভিযোগে রাজস্থানে মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

অ্যাসিড হামলার অভিযোগে রাজস্থানে মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। —প্রতীকী চিত্র।

নারকোটিক্স বিভাগের এক কর্তার উপর অ্যাসিড হামলা। মাঝ রাস্তায় তাঁর গাড়ি থামিয়ে মুখে অ্যাসিড ছুড়ে মারা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত এক মহিলা। তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

ঘটনাটি রাজস্থানের প্রতাপগড়ের। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। অ্যাসিডে তাঁর মুখের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে খবর। প্রতাপগড়ের এসপি বিনীত বনসল জানিয়েছেন, নারকোটিক্স বিভাগের ওই কর্তাকে আগে থেকেই চিনতেন আক্রমণকারী মহিলা। তাঁর সঙ্গে যে যুবক ছিলেন, তাঁর সঙ্গে আক্রান্ত ব্যক্তির পরিচয় ছিল কি না, তা অবশ্য স্পষ্ট নয়।

প্রতাপগড়ের বামোত্রার কাছে নারকোটিক্স বিভাগের সাব-ইনস্পেক্টর হর্ষ বর্ধনের গাড়ি থামানো হয়, জানিয়েছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, বেশ কিছু ক্ষণ তাঁর সঙ্গে দু’জন মিলে কথা বলেন। তার পর কথার মাঝে আচমকা মহিলা অ্যাসিড ছুড়ে মারেন তাঁর মুখের দিকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তিনি চিকিৎসাধীন। অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কী কারণে এই হামলা, মহিলার সঙ্গে আক্রান্তের কী সম্পর্ক, কোন আক্রোশ থেকে তাঁর দিকে অ্যাসিড ছোড়া হল, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
Advertisement