Vladimir Putin

যুদ্ধ শেষ হওয়ার আগেই সিংহাসন হারাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন! দাবি ইউক্রেনের

ব্রিটিশ সংবাদমাধ্যমটির দাবি মোতাবেক, বুদানভ বলেছেন, “এটা খুব অদ্ভুত ব্যাপার যে পুতিন এখনও ক্ষমতায় রয়েছেন। কিন্তু রাশিয়ায় এই নিয়ে চর্চা শুরু হয়েছে যে, পুতিনের উত্তরসূরি কে হতে চলেছেন।”

Advertisement
সংবাদ সংস্থা
কিভ শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৬:৫৯
 ভ্লাদিমির পুতিন।

ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।

হম্বিতম্বিই সার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাঙ্গ হওয়ার আগেই নাকি গদি খোয়াবেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের তরফে এমনই দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা সংক্রান্ত গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল বুদানভ জানিয়েছেন, পুতিনকে গদিচ্যুত করার জন্য রাশিয়ার প্রশাসনিক মহলে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে।

রবিবার একটি ব্রিটিশ সংবাদমাধ্যম বুদানভকে উদ্ধৃত করে এই খবর জানায়। প্রসঙ্গত, বুদানভের এই বক্তব্য যখন প্রকাশ্যে আসছে, সে সময় যুদ্ধ বিপর্যস্ত খেরসন প্রদেশ পুনর্দখল করার জন্য পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনা। ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর এই খেরসন প্রদেশের উপর একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল রাশিয়ার সেনাবাহিনী। কিন্তু এখন নাকি সেখানেই পশ্চাদপসারণ করতে হচ্ছে তাদের।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যমটির দাবি মোতাবেক, বুদানভ বলেছেন, “এটা খুব অদ্ভুত ব্যাপার যে পুতিন এখনও ক্ষমতায় রয়েছেন। কিন্তু এখনই রাশিয়ায় এই নিয়ে চর্চা শুরু হয়েছে যে, পুতিনের উত্তরসূরি কে হতে চলেছেন।” বুদানভ এ-ও জানিয়েছেন যে, নভেম্বরের শেষেই খেরসন প্রদেশে পুরোপুরি নিজেদের দখলে আনতে পারবে বলে আশাবাদী ইউক্রেন। ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকেও তারপর উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছে জেলেনস্কি-প্রশাসন।

যুদ্ধ পর্যবেক্ষকদের একাংশের মতে, গত সেপ্টেম্বর মাসের পর থেকে রাশিয়া বিভিন্ন অধিকৃত অঞ্চল থেকে ক্রমশ পিছু হঠতে শুরু করছে। কিছু দিন আগেই পুতিন পরমাণু যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন। নিজের ক্ষমতা জাহির করতেই পুতিন এই মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে মনে করছেন পর্যবেক্ষকদের ওই অংশটি। এর আগে বহুবার গুজব রটেছে যে, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন পুতিন। কিন্তু গুজবকে উড়িয়েই স্বমূর্তিতে ফিরেছেন তিনি। এ বার কী হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Advertisement