Modi-Trump

ট্রাম্প-শপথে মোদী? জল্পনা এড়াচ্ছে দিল্লি

মোদী সরকারের বাণিজ্যমন্ত্রী অবশ্য আশা করছেন, যাবতীয় ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, দু’দুখানা যুদ্ধ সত্ত্বেও ২০২৪-২৫-এ ভারতের রফতানির পরিমাণ ৮০ হাজার কোটি ডলারে পৌঁছে যাবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৯:৫৩
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের দিন এগিয়ে আসছে। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী আমন্ত্রণ পাবেন কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা। বিজেপির রাজ্যসভার প্রাক্তন সংসদ সুব্রহ্মণ্যম স্বামী সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডলে তীব্র কটাক্ষ করে একটি পোস্টে বলেন, ‘বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে’! আজ বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি ভারত-আমেরিকার ‘কৌশলগত ঘনিষ্ঠতার’ কথাই বিশদে বর্ণনা করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন বিদেশমন্ত্রীর সাম্প্রতিক সফরের নির্যাস। একই সঙ্গে মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। ৬ তারিখ তাঁর বৈঠক হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। আলোচনায় উঠবে আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গও।

Advertisement

বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “বিদেশমন্ত্রীর ওয়াশিংটন ডিসি যাওয়ার মূল কারণ ছিল ভারত আমেরিকা সামগ্রিক কৌশলগত সম্পর্ক কত দূর এগোলো, তার পর্যালোচনা করা। বহু ক্ষেত্রে এই সম্পর্ক ছড়িয়ে রয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক, আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন নেতারা। বিদেশমন্ত্রী বৈঠক করেছেন আমেরিকান বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে। সে দেশে পরবর্তী নিরাপত্তা উপদেষ্টা যিনি হতে চলেছেন, সেই মাইক ওয়ালজ় এবং প্রশাসনিক হাত বদল ঘটাচ্ছেন এমন অনেক নেতার সঙ্গেই কথা বলেছেন বিদেশমন্ত্রী।” অন্য দিকে গদিতে বসার আগেই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্ক নিয়ে হুঁশিয়ারি দিলেও মোদী সরকার আশা করছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে। আজ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘ভারত অন্য কোনও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায় না। যে সরকারই নির্বাচিত হয়ে আসুক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত থাকবে। অতীতে ওবামা, ট্রাম্প, বাইডেন প্রশাসনের সঙ্গে আমরা কাজ করেছি। সব জমানাতেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতে ফের ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমরা কাজ করব।’’

আমেরিকা থেকে আমদানি করা পণ্যে ভারত বিপুল হারে শুল্ক চাপায় বলে ট্রাম্প পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। মোদী সরকারের বাণিজ্যমন্ত্রী অবশ্য আশা করছেন, যাবতীয় ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, দু’দুখানা যুদ্ধ সত্ত্বেও ২০২৪-২৫-এ ভারতের রফতানির পরিমাণ ৮০ হাজার কোটি ডলারে পৌঁছে যাবে।

পাশাপাশি, আজ আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের একটি বিশেষ খবর সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র জয়সওয়াল। খবরে প্রকাশ, পাকিস্তানে জঙ্গিদের নিশানা করে গুপ্তহত্যা করছে ভারত। তা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র প্রতিবেশী রাষ্ট্রে ঘাপটি মেরে থাকা জঙ্গি দলগুলিকে সতর্ক করে দেন। আমেরিকার প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের পাকিস্তান প্রসঙ্গে একটি উক্তির কথা তুলে ধরেন। হিলারি বলেছিলেন, কেউ তার বাড়ির পিছনের ঝোপে বিষাক্ত সাপ পোষে না এই মনে করে যে, সাপটি এক দিন তার পড়শিকে ছোবল মারবে। আমেরিকার সংবাদপত্রেরই অন্য একটি খবরকে আজ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ভারত। ওই খবরটিতে বলা হয়েছে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে গদি থেকে উৎখাত করতে সেখানকার বিরোধী দল ভারতের কাছে ছ’লক্ষ আমেরিকান ডলার চায়। এই খবরটি উড়িয়ে দেন জয়সওয়াল। মলদ্বীপ ও পাকিস্তান নিয়ে যা লেখা হয়েছে, তাকে কার্যত ‘ভারতের প্রতি শত্রুতা’ বলে ব্যাখ্যা করেন তিনি।

Advertisement
আরও পড়ুন