(বাঁ দিকে) রোহিত শর্মা ও তাঁর স্ত্রী রীতিকা সজদে। রবিচন্দ্রন অশ্বিন (ডান দিকে)। —ফাইল চিত্র।
ভুল করে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। আসল ও নকলের পার্থক্য ধরতে পারেননি তিনি। রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদের সঙ্গে কথা বলতে গিয়ে এই ভুল করেছেন অশ্বিন। রোহিতের ‘ভুয়ো’ স্ত্রীকে মেসেজ করেছেন তিনি। ভুল বুঝতে পেরে অবশ্য তা শুধরে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।
এক্স মাধ্যমে অশ্বিনের একটি পোস্টের নীচে এক জন কমেন্ট করেন। তিনি লেখেন, “অস্ট্রেলিয়া ভেবেছিল ওরা আমাদের চুনকাম করতে পারবে।” যে ব্যবহারকারী এই কমেন্ট করেছিলেন তাঁর প্রোফাইল ছবিতে রীতিকার ছবি ছিল। সেটি দেখে অশ্বিন ভাবেন, রোহিতের স্ত্রী রীতিকাই হয়তো মেসেজে করেছেন। তাই অশ্বিন পাল্টা মেসেজ করেন, “রীতিকা কেমন আছ? বাড়ির ছোট্ট সদস্য ও পরিবারের বাকিদের অনেক ভালবাসা।” তার জবাবে ওই ব্যবহারকারী লেখেন, “আমি ভাল আছি অশ্বিন দাদা।”
এই জবাব পেয়েই সঙ্গে সঙ্গে অশ্বিন তাঁর কমেন্ট মুছে ফেলেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে, ভুল কাউকে মেসেজ করেছেন। রীতিকার ছবি প্রোফাইলে থাকলেও ওই ব্যবহারকারী রীতিকা নন। যদিও এই বিষয়ে রোহিত, রীতিকা বা অশ্বিন পরে কিছু জানাননি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের পরেই অবসরের ঘোষণা করেন অশ্বিন। তিনি জানিয়ে দেন, আইপিএল বা ক্লাব ক্রিকেট খেললেও আর জাতীয় দলে দেখা যাবে না তাঁকে। ঘটনাচক্রে সেই সময় অশ্বিনের সঙ্গে ছিলেন রোহিত। অধিনায়কের মুখে শোনা গিয়েছিল অশ্বিনের প্রশংসা। রোহিতের স্ত্রীর সঙ্গে অশ্বিনের স্ত্রীর সম্পর্কও বেশ ভাল। বিদেশ সফরে একসঙ্গে দেখা যায় তাঁদের। গ্যালারিতে একসঙ্গে বসে খেলা দেখতেও দেখা যায়। সেই কারণেই হয়তো রীতিকার খবর নিতে মেসেজ করেছিলেন অশ্বিন। আর সেটা করতে গিয়েই ভুল করে বসলেন তিনি।