এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর: আমেরিকা থেকে ফিরেই কাতারের উদ্দেশে রওনা হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ থেকে তিন দিনের এই সফরে তিনি সে দেশের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, সংস্কৃতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও
আলোচনা হবে কাতারের নেতৃত্বের সঙ্গে। তাঁর এই সফরকালে তিনি কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে
সাক্ষাৎ করবেন।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত এবং কাতারের সহযোগিতা গত দশ বছরে ধারাবাহিক ভাবে উন্নত হয়েছে। দু’দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে। ২০২৩-২৪-এ ভারত এবং কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে বছরে ১৪০০ কোটি আমেরিকান ডলারে। কিন্তু তাতে ভারতের রফতানি মাত্র ১৭০ কোটি ডলার এবং আমদানি ১২০০ কোটি ৩০ লক্ষ ডলার। এই আমদানির বেশির ভাগটাই পেট্রোলিয়াম পণ্য।
গত বছরের ডিসেম্বরের হিসাব অনুযায়ী কাতারে বসবাসকারী ভারতীর সংখ্যা ৮ লাখ ৩৫ হাজার। জয়শঙ্কর তাঁর সফরে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের রফতানির ভাগ বাড়ানোর জন্য সক্রিয় হবেন বলে জানা গিয়েছে।