Russia Ukraine War

Russia Ukraine War: কিভের কাছে প্রচুর সেনা রাশিয়ার! ইউক্রেনের মোড় ঘোরানো মুহূর্ত, বলছেন চিন্তিত জেলেনস্কি

বহু প্রাণহানির আশঙ্কায় কিভের নাগরিকদের আগে থেকেই সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
কিভ শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১৩:১২
ভোলোদিমির জেলেনস্কি।

ভোলোদিমির জেলেনস্কি। ফাইল চিত্র ।

ইউক্রেন এখন মোড় ঘোরানো মুহূর্তে এসে দাঁড়িয়েছে। এমনই মন্তব্য করলেন মস্কো-কিভ সঙ্ঘাত শুরুর পর থেকেই নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। কিভ দখল করতে সীমান্তের কাছে রাশিয়া বিপুল পরিমাণে সেনা সমাবেশ বৃদ্ধি করছে বলে আগেই জানিয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। আর রাশিয়ার বিপুল সেনা সমাবেশ বৃদ্ধি করার প্রেক্ষিতেই এই মন্তব্য করলেন জেলেনস্কি।

বহু প্রাণহানির আশঙ্কায় কিভের নাগরিকদের আগে থেকেই সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Advertisement

তবে রাশিয়ার নতুন পদক্ষেপে তাদের আগ্রাসী রূপ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলেই মত আর্ন্তজাতিক মহলের একাংশের। কিভের উপর ক্রেমলিন আগ্রাসনের ১৭ দিনে এসে ক্ষেপণাস্ত্র হামলা অনেকাংশে বাড়িয়েছে রুশ সেনা। পাশাপাশি রুশ বিমান হামলার মুখে পড়ে বিপর্যস্ত কিভ নতুন করে সঙ্কটের মুখে। পাশাপাশি সাঁজোয়া গাড়িতে বসানো হয়েছে ‘বিএম-২১ গ্রাদ’ রকেট। কিভের নানা পূর্বনির্দিষ্ট লক্ষ্যে অবিরাম এই রকেট বর্ষণ চলছে বলেও কিভ সরকার জানিয়েছে।

শহরের জনবসতিপূর্ণ এলাকাগুলিতে এই ‘মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম’-এর ধ্বংসক্ষমতা মারাত্মক। গত ২৪ ঘণ্টায় কিভের বিভিন্ন আবাসিক এলাকাগুলি থেকেও প্রচণ্ড বিস্ফোরণের খবর মিলেছে বলে জানা গেছে। ফলে অসামরিক বহু ব্যক্তি হতাহত হয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন
Advertisement