Arvind kejriwal

‘ভয়েই চালু করছেন না’! ‘আয়ুষ্মান ভারত’ বিতর্কে এ বার কেজরীকে নিশানা দিল্লির উপরাজ্যপালের

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ০০:২০
(বাঁ দিকে)অরবিন্দ কেজরীওয়াল, ভিকে সাক্সেনা (ডান দিকে)

(বাঁ দিকে)অরবিন্দ কেজরীওয়াল, ভিকে সাক্সেনা (ডান দিকে) —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই ‘আয়ুষ্মান ভারত’ বিতর্কে আম আদমি পার্টি (আপ) সরকারকে আক্রমণ করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনা। আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন যে ‘স্বাস্থ্যবিমা মডেল’ চালু করেছিলেন থাকে ‘অকার্যকর এবং প্রচারসর্বস্ব’ বলেছেন উপরাজ্যপাল!

Advertisement

কেজরীওয়াল বুধবার দুপুরে দাবি করেছিলেন, মোদী সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের চেয়ে দিল্লি সরকারের স্বাস্থ্যবিমা কর্মসূচি অনেক কার্যকরী। তিনি বলেন, ‘‘ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ইতিমধ্যেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে বেশ কিছু অনিয়ম চিহ্নিত করেছেন। দিল্লি সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প যে কেন্দ্রীয় যোজনার চেয়ে অনেক বেশি কার্যকর, রিপোর্ট দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।’’

সেই সঙ্গে এক্স পোস্টে কেজরী লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ সীমাবন্ধ পরিসরে সীমিত মানুষের জন্য। দিল্লি সরকারের স্বাস্থ্য বিমা মডেল সকলের জন্য।’’ দিল্লির আপ সরকারের ওই প্রকল্পে চিকিৎসায় সহায়তার আর্থিক অঙ্ক পূর্বনির্দিষ্ট নয় বলেও জানান তিনি। সেই অভিযোগের জবাবে সাক্সেনা বলেছেন, ‘‘দিল্লি সরকারের তথাকথিত স্বাস্থ্যবিমা প্রকল্প কতটা অকার্যকর এবং প্রচারসর্বস্ব, তা স্পষ্ট হয়ে যাবে ‘আয়ুষ্মান ভারত’ চালু হলেই। তাই দিল্লি সরকার কেন্দ্রের ওই প্রকল্প চালু হতে দিচ্ছে না।’’

প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’-এ একটি কর্মসূচিতে মোদী অভিযোগ করেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ পরিচালিত দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী অতিশীর অসহযোগিতার কারণে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ সেখানে কার্যকর হচ্ছে না। তিনি বলেন, ‘‘আমি দিল্লির এবং পশ্চিমবঙ্গের ৭০ বছরের বেশি বয়সি সমস্ত প্রবীণের কাছে ক্ষমা চাইছি যে আমি আপনাদের সেবা করতে সক্ষম হব না।’’ এর পরে তিনি বলেন, ‘‘আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী, যে তাঁরা কেমন আছেন, সে বিষয়ে কোনও তথ্যই আমি পাব না। তাই কোনও সাহায্যও করতে পারব না। এর কারণ হল পশ্চিমবঙ্গের সরকার এবং দিল্লির সরকার এই আয়ুষ্মান যোজনায় যোগ দিচ্ছে না।’’ মোদীর সেই মন্তব্যই সমর্থন করলেন সাক্সেনা।

আরও পড়ুন
Advertisement